October 27, 2024

আত্রেয়ী আন্দোলনের সাথে যুক্ত হলো মৎস্যজীবীরা

1 min read
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)16ই জুন :-এবার আত্রেয়ী আন্দোলনের সাথে যুক্ত হলো মৎস্যজীবীরা l আত্রেয়ী কথা দিল্লি পর্যন্ত আগেই পৌঁছেছে l কিছুদিন আগে তা পৌঁছেছে  বাংলাদেশেও l এবার আন্দোলনের বিস্তার বাড়াতে   দিশারী সংকল্প  যুক্ত করলো মৎস্যজীবীদের l
 আজ আত্রেয়ী নদী পাড়ে খিদিরপুর   হালদার পাড়ায় অন্তত পঞ্চাশ   জন মৎস্যজীবীদের সঙ্গে মিটিং করেন দিশারী সংকল্পের পক্ষে তুহিন শুভ্র মন্ডল,অমল বসু,মৃনাল চক্রবর্তী,বিনায়ক ￰কৃষ্ণ মজুমদার,সঙ্গীত কুমার দেব,অনন্যা সরকার,শান্তুনু মুখার্জী,গগন ঘোষ,রিক গুহ প্রমুখ l 
মৎস্যজীবীদের পক্ষে ঝন্টু হালদার ,অজিত হালদার,নিরঞ্জন হালদার প্রমুখরা বলেন আত্রেয়ী সংকটের ফলে আমাদের জীবিকা ও জীবনওআক্রান্ত l দিশারী সংকল্পের এই নদী বাঁচানোর উদ্যোগে আমরা সামিল করলাম নিজেদের l দিশারী সংকল্পের পক্ষে তুহিন শুভ্র মন্ডল বলেন”মৎস্যজীবীদের নিয়ে আগামী জুলাই মাসে বড়ো কনভেনশন অনুষ্ঠিত  হবে l আন্দোলনে এই পাড়ের মৎস্যজীবীদের  সাথে বাংলাদেশের মৎস্যজীবীদেরও যুক্ত করবো”.

6 thoughts on “আত্রেয়ী আন্দোলনের সাথে যুক্ত হলো মৎস্যজীবীরা

  1. This means that the patent for a certain drug might expire in anther country or never exist in the first place while there are still many years left on a patent in the U purchase cialis This many cause some men self-esteem issues, depression, and stress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *