কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে প্রতিমা বিসর্জনের ঘাট পরিস্কারের কাজ চলছে
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে প্রতিমা বিসর্জনের ঘাট পরিস্কারের কাজ চলছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ অক্টোবর: দুয়ারে পূজা চলে আসায় কালিয়াগঞ্জ পৌর শহরের রাস্তাঘাট,রাস্তা থেকে আবর্জনা পরিস্কার করা হচ্ছে,সেই সাথে দশমীর প্রতিমা বিসর্জনের জন্য পৌর সভার পক্ষ থেকে শ্রীমতী নদীর ঘাট পরিস্কারের কাজ পুরু দমে শুরু করা হয়েছে ।রবিবার কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে প্রতিবছর থানার সামনে শ্রীমতী নদীতে দশমীর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের সব রকম ব্যবস্থা করা হয়ে থাকে।
এ বছরেও নদীর ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন প্রতি বছর পৌর সভার ৪০ জন সাফাই কর্মী কালিয়াগঞ্জ শহর ও গ্রামে থাকা প্রতিমা এই ঘাটে এলে সেই সব প্রতিমা বিসর্জনের ব্যবস্থা তারা করে থাকে।সেদিন থানার সামনের মা যারাঠে পৌর সভার পক্ষ থেকে দশমীর বিসর্জনের একটি কালারফুল অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়ে থাকে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।