খটোসা যুব কল্যাণ সংঘ এবং লাইব্রেরীর উদ্যোগে একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট
1 min readখটোসা যুব কল্যাণ সংঘ এবং লাইব্রেরীর উদ্যোগে একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ অক্টোবর:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের খটোশা যুব কল্যাণ সংঘ এবং লাইব্রেরীর উদ্যোগে এক দিনের আট দলীয় মহিলা ফুটবল খেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,
তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান সচিন সিংহ রায়,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য,প্রাক্তন বিধায়ক তপন দেব সিং,জেলা পরিষদ সদস্য লতা সরকার এবং শ্যামা প্রসাদ রায়।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন মোট আটটি মহিলা দলের সাথে খেলা হবে।দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার মহিলা ফুটবলার এই খেলায় অংশ গ্রহন করে বলে জানা যায়।মহিলাদের ফুটবল খেলা দেখবার জন্ খটোসা ফুটবল মাঠে ভিড় করে বলে জানা।যায়।