December 5, 2024

প্রিয় রঞ্জনের বাড়ির শ্মশানের নিস্তব্ধতা কাটিয়ে তার স্মৃতিকে ধরে রাখতে অভিনব উদ্যোগ নিল সাস্কৃতিক সংস্থা_

1 min read

প্রিয় রঞ্জনের বাড়ির শ্মশানের নিস্তব্ধতা কাটিয়ে তার স্মৃতিকে ধরে রাখতে অভিনব উদ্যোগ নিল সাস্কৃতিক সংস্থা_

তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৫ অক্টোবর: কালিয়াগঞ্জ শহরের শ্রীকালিনীর প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দশমুন্সীর বাড়িটি তার মৃত্যুর পর থেকে বিরাজ করত শ্মশানের নীরবতা।দীর্ঘ দিন বাদে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর বাড়ির নীরবতাকে কাটাতে উদ্যোগী হল কালিয়াগঞ্জ সঙ্গীতা মিউজিক কলেজের অধ্যক্ষা থেকে ছাত্র ছাত্রীরা।গত শুক্রবার সন্ধ্যায় প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা ভূমি পুত্র প্রিয় রঞ্জন দাস মুন্সীর স্মৃতিকে ধরে রাখার সাথে সাথে দাস মুন্সীর বাড়ির শ্মশানের নিরবতা কাটিয়ে তুলতে একটি আগমনী বিষয়ক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন আকাশবানীর গীতিকার তথা বর্ষিয়ান সাংবাদিক তপন চক্রবর্তী।

 

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত প্রিয় রঞ্জন দাসমুন্সীর দুই শিষ্য তথা কংগ্রেস নেতা সুজিত দত্ত এবং তুলসী জয় সোয়াল।তুলসী জয় সোয়াল তার বক্তব্যে বলেন এত সুন্দর একটি উদ্যোগ স্থানীয় একটি মিউজিক কলেজ নেওয়ায় তাদেরকে তিনি অভিনন্দন জানান।আজকে দীর্ঘদিন বাদে প্রিয়দার অভাবেও যেন বাড়িটা মানুষের ভিড়ে সেই গম গম আওয়াজ আজ শোনা যাচ্ছে।তিনি বলেন প্রতি বছর পূজার সময়ে একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলে আমরা বিভিন ভাবে সাহায্য করতে পারি।প্রয়াত প্রিয়দা যেখানেই থাকুক আজ কিছুটা হলেও শান্তি পেয়েছে বলে তিনি মনে করেন। প্রিয় দার অপর শিষ্য সুজিত দত্ত বলেন আজ দীর্ঘ দিন পরে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় দার বাড়িতে সেই আগের মত মানুষজন আসায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দেখে মনে হচ্ছে প্রিয়দা আমাদের আশেপাশেই কোথায় যেন ঘোড়া ঘুড়ি করছে।আজকে এই সাংস্কৃতিক সংস্থার কর্ণধার মনীষা কুন্ডু চক্রবর্তীকে এবং স্বপ্না চক্রবর্তীকে ধন্যবাদ দেব তাদের মাথা থেকে এই ধরনের পরিকল্পনা আসার জন্য।আমরা চাই প্রিয়দার বাড়ি ভূতের বাড়ির নাম কাটিয়ে একটি সাংস্কৃতিক চেতনা সম্পন্ন বাড়ি পুনরায় হোক এটাই দেখতে চাই। আগমনীর সাংস্কৃতিক।অনুষ্ঠানে সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যেমন নৃত্য পরিবেশন করেন তেমনি জয়ন্ত চক্রবর্তী,তপন চক্রবর্তী,মনীষা কুন্ডু চক্রবর্তী, স্বপ্না চক্রবর্তী,বৈশালী সাহা ,স্নেহাশীষ চাকি,তমালিকা সাহা ও মোনালি সাহা সঙ্গীত পরিবেশন করে। তবলা সংগতে ছিলেন সুকান্ত চক্রবর্তী এবং শেখর ব্যানার্জী।অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হবার ফলে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সীর বাড়ি যেন মনে হচ্ছিল প্রাক্তন মন্ত্রী জীবিত অবস্থায় থাকা কালীন তার দাসমুন্সী ভবন গম গম করত ঠিক তেমনি অনেকটা মনে হচ্ছিল বলে অনেকেই বলছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *