কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে
1 min readকালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ অক্টোবর:শুক্রবার কালিয়াগঞ্জ কলেজের অডিটোরিয়ামে স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কমিটির উদ্যোগে একদিনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: বিপুল কুমার মণ্ডল।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের অধ্যাপিকা ড: সুজযা চাকী।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা,,কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ডঃ পবিত্র কুমার বর্মন,কালিয়াগঞ্জ আঞ্চলিক স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক রঞ্জন মোদক,সংস্থার সভাপতি প্রবীর কুমার সাহা এবং অধ্যাপক ড;দেবাশীষ ভৌমিক।
কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: বিপুল মণ্ডল তার বক্তব্যে বলেন স্টুডেন্ট হেলথ হোম মানেই দুঃস্থ ছাত্রছাত্রীদের প্রকৃত বন্ধু।এই হেলথ হোমের মাধ্যমে এই রাজ্যের অগণিত ছাত্র ছাত্রীরা কঠিন অসুখের হাত থেকে বাঁচতে পারে।তিনি বলেন স্টুডেন্ট হেলথ হোমের অপর নাম গরীবের বন্ধু। বক্তব্য রাখেন অধ্যাপক ড: পবিত্র বর্মন এবং কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা। কালিয়াগঞ্জ আঞ্চলিক হেলথ হোমের সাধারন সম্পাদক রঞ্জন মোদক জানান দৈহিক,মানসিক ও সামাজিক স্বাস্থ্যের লক্ষ্যে প্রতিবছর দুঃস্থ ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।তিনি বলেন আজকের সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে সংগীত,প্রবন্ধ,তাত্ত্বিক বক্তৃতা প্রশ্নোত্তর পর্ব সংগীত,প্রবন্ধ,তাৎক্ষণিক বক্তৃতা,প্রশ্নোত্তর পর্ব এবং যোগাসন। সম্পাদক রঞ্জন মোদক বলেন আজকের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ ও হেমতাবাদ আঞ্চলিক কমিটির মোট ২০৬ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। প্রথম পর্বের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ড:দেবাশীষ ভৌমিক।