October 27, 2024

দুপুরের পর ভ্যাপসা ,সকালে শুকনো গরম

1 min read
দুপুরের পর ভ্যাপসা ,সকালে শুকনো গরম। । সব মিলিয়ে মঙ্গলবারও অস্বস্তি পিছু ছাড়ল না কলকাতার। আজ, বুধবারও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকছে। তবে সুখবর এটাই, সপ্তাহের শেষে বর্ষার প্রবাহ সক্রিয় হতে পারে। সেই ইঙ্গিত দেখে আবহবিদরা জানিয়েছেন, বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। অনেকটাই কমবে দহন-দাপট।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এ দিন সকাল সাড়ে ১১টাতেই আলিপুরের তাপমাত্রা পৌঁছে যায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। একসময় পারা পৌঁছে যায় ৩৯.৬ ডিগ্রিতে। কিন্তু এরপর পারদ আর চড়েনি। ওটাই হয়ে যায় দিনের সর্বোচ্চ। দুপুর আড়াইটায় তাপমাত্রা নেমে যায় ৩৭ ডিগ্রিতে। এর কারণ, আকাশে মেঘের আনাগোনা, বায়ুপ্রবাহের অভিমুখ বদল। বনগাঁ, বসিরহাটের মতো বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অল্পবিস্তর বৃষ্টিও হয়। এর হাত ধরেই দুপুরের পর দহন কমে যায় অনেকটা। তবে গরমের চরিত্র হয়ে যায় ভ্যাপসা। বাঁকুড়া, বীরভূমে অবশ্য এ দিনও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

হাওয়া অফিস বলছে, যে নিম্নচাপ অক্ষরেখার জন্য মেঘের আমদানি, সেটি বুধবার নাও থাকতে পারে। তাই তাপপ্রবাহের সতর্কতা জারি রাখা হচ্ছে। তবে দহনের অত্যাচার অন্যদিনের তুলনায় কম থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে একটু একটু করে বদলাবে পরিস্থিতি। এখন যেমন পশ্চিম বা উত্তর দিক থেকে শুকনো হাওয়া বইছে, সেই ছবিটা বদলাবে। জোলো বাতাস ঢুকবে সাগর থেকে। সঙ্গে স্বমহিমায় ফিরবে মৌসুমি বাতাসও। আবহবিদদের বক্তব্য, বর্ষা কখনওই টানা সক্রিয় থাকে না। এক দফায় সক্রিয় থাকে। তারপর দুর্বল হয়ে যায়। আবার কিছুদিন পর সক্রিয় দশা ফিরে আসে। এখন সেই দুর্বল দশায় রয়েছে বর্ষা। ইঙ্গিত সক্রিয় হওয়ার। প্রথমত, ভারত মহাসাগর থেকে নিরক্ষরেখা পেরিয়ে মৌসুমি বাতাসের যে প্রবাহ আসে, তা সবল হবে। দুই, মেঘবাহী যাযাবর ম্যাডেন জুলিয়ান অসিলেশনের অবস্থান অনুকূল হবে। তিন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত হাজির হবে। সব মিলিয়ে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। তখন বাংলার বাকি অংশেও ছড়িয়ে পড়বে বর্ষা, আশায় আবহাওয়া দপ্তর।
পারে বর্ষা, কমবে গরম


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

0 thoughts on “দুপুরের পর ভ্যাপসা ,সকালে শুকনো গরম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *