December 5, 2024

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাত পোহালেই রাধিকাপুর_ দিল্লী ট্রেনের উদ্বোধন

1 min read

 অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাত পোহালেই রাধিকাপুর_ দিল্লী ট্রেনের উদ্বোধন

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ১ অক্টোবর: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাত পোহালেই মহালয়ার পিতৃ পক্ষের অবসানের সাথে তাল মিলিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকার পর রাধিকা পুর_ দিল্লী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হচ্ছে বেলা ১২,২৫ মিনিটে কলকাতায় একটি অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্স এর মাধ্যমে। উত্তরপূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে সেদিন রাধিকাপুর স্টেশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার রায়গঞ্জের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে।রাধিকাপুর রেল স্টেশনে এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।যেখানে উপস্থিত থাকবেন রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল।

রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল গত সোমবার রাতে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে জানিয়েছেন রায়গঞ্জের সংসদীয় এলাকার মানুষজনের দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে বুধবার থেকে সপ্তাহে একদিন এই ট্রেনটি চলবে।পরবর্তীতে রাধিকাপুর স্টেশনের দুটি রেল লাইনের কাজ সম্পন্ন হলে এই ট্রেনটি যাতে সপ্তাহে আরো দুই একদিন বাড়ানো যায় সেই চেষ্টা আমাদের থাকবে বলে জানান।যদিও সাপ্তাহিক রাধিকাপুর _দিল্লী ট্রেন নিয়ে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের অনেকেই খুশি নয়।পশ্চিম দিনাজপুর জেলা চেম্বার অফ কমার্সের সাধারন সম্পাদক শংকর কুন্ডু বলেন আমাদের দুধের সাধ ঘোলে মেটাতে হবে এই ট্রেনের মাধ্যমে।কারন ট্রেনটি অনেক ঘুরপথে দিল্লী গিয়ে পৌঁছাবে।সময় অনেক বেশি লাগবে।জেলা বাসীর আশা ভবিষ্যতে যাতে ট্রেনটি পাটনা হয়ে যাবার ব্যাবস্থা করা যায় তার চেষ্টা করতে সাংসদকে অনুরোধ করবো। কালিয়াগঞ্জের অধিকাংশ মানুষ রাধিকাপুর_দিল্লী ট্রেনটি আগামী কাল চালু হবার খবরে ভীষন খুশী হয়েছে।শহরের মানুষদের বক্তব্য আগের বন্ধ হয়ে থাকা রাধিকাপুর_দিল্লীর ট্রেনের সাথে এই ট্রেনের কোন সম্পর্ক নেই। এটি একেবারে নুতন একটি ট্রেন।কালিয়াগঞ্জ,রায়গঞ্জ থেকে সরাসরি দিল্লী যাওয়া যাবে এটাই আমাদের কাছে বর পাওনা বলে জানান স্কুল পাড়ার বাসিন্দা সমরেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *