প্রতীতির সাহিত্য আসরের আলোচনার বিষয়” আলোর বেনু আজ যেন একটু বেসুরো
1 min readপ্রতীতির সাহিত্য আসরের আলোচনার বিষয়” আলোর বেনু আজ যেন একটু বেসুরো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ সেপ্টেম্বর: সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জের ভ্রাম্যমান মাসিক সাহিত্য,সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা “প্রতীতি” র ৪৭ তম বর্ষের অষ্টম অধিবেশন কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ার শিল্পী বল্লভ মাহাতোর বাসভবনে সাহিত্য আসরের প্রকৃত বিষয় বস্তু হয়ে উঠলো আর জি করের পৈশাচিক ঘটনার নানান দিক “আলোর বেনু আজ যেন একটু বেসুরো”নয় অনেকটাই বার বার তাল কেটে যাচ্ছিল প্রত্যেকের আলোচনা,স্বরচিত কবিতা সঙ্গীতের মধ্য দিয়ে।প্রতিটি আলোচনার কোথাও না কোথাও আর জি করের আমাদের সবার আত্মার আত্মীয়ের মৃত্যুর প্রতিবাদ ধ্বনিত হয়েছে।অনুষ্ঠানের সূচনা হয় মৃগাঙ্ক রায়ের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। সাহিত্য আসরে “আলোর বেনু আজ যেন একটু বেসুরো
” বিষয়টির উপর বিস্তারিত আলোচনা করেন সংস্থার প্রাক্তন সভাপতি তপন কুমার চক্রবর্তী।অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সোনাতন তালুকদার, অমল কৃষ্ণ মণ্ডল,দেবাশীষ চৌধুরী,শুক্লা ঘোষ,চন্দ্র নাথ সাহা বাবলু সরকার,প্রদীপ কুমার রায়।সাহিত্য সভায় আজকের বিষয় বস্তু নিয়ে আলোচনা করেন প্রতীতির যুগ্ম সম্পাদক এডভোকেট সুমনা গুহ,অরুণ কুমার দাস,কাজল মোদক, ড: স্বদেশ কুমার সরকার, ড: কাঞ্চন কুমার দে।সাহিত্যের আসরে অসাধারন সঙ্গীত পরিবেশন করেন ভ্যাবল দেবশর্মা,শ্যামলী সরকার। ভ্যাবল দেবশর্মার কণ্ঠে বাংলাদেশের একটি বিখ্যাত গান ” তুমি কি দেখেছ কভু” গানটি দীর্ঘদিন পরে সাহিত্যের আসরের গাইলে সাহিত্যের আসরের উপস্থিত গুণীজনেরা সবাই তার উচ্ছসিত প্রশংসা করে।অপর সঙ্গীত শিল্পী শ্যামলী সরকার দুটি নজরুল গীতি পরিবেশন করলে সবাই মুগ্ধ হয়। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে সাহিত্যের আসরকে সমৃদ্ধ করে যথাক্রমে শিশু শিল্পী রাই মোদক,রিঙ্কু মোদক এবং শুভব্রত চক্রবর্তী(টয়)।
প্রতী তির স্থায়ী সভাপতি স্বর্ণময় অধিকারী সভায় উপস্থিত সদস্যদের মনে করিয়ে দেন নিশ্চিন্তে কেও না থেকে আমাদেরকে সদাসর্বদা সজাগ থাকতে হবে মানুষ রূপী হায়নাদের হাত থেকে রেহায় পেতে আর তার সাথে আমাদের দাবি থাকবে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।সাহিত্যের আসরটি অত্যন্ত সুচারুরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত মনের মাধুরী মিশিয়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন প্রতীতির যুগ্ম সম্পাদক বিপুল কুমার মৈত্র।