October 11, 2024

ত্রিশূলরূপী রানী সতী মায়ের পূজা হয় চারটি বৈশিষ্ট্যের উপর দাঁড়িযে

1 min read

ত্রিশূলরূপী রানী সতী মায়ের পূজা হয় চারটি বৈশিষ্ট্যের উপর দাঁড়িযে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরকে বর্তমানে মন্দিরের শহর বললে একদম ভুল বলা হবেনা।খুব অল্প দিনের মধ্যেই কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু দেবদেবীর মন্দিরের প্রতিষ্ঠা হয় যার মধ্যে রায়গঞ্জ শহর থেকে কালিয়াগঞ্জ শহরে আসতেই কালিয়াগঞ্জ শহরে ঢুকতেই মহাদেবপুরের টায়ার কোম্পানির কাছে ১০ নম্বর রায়গঞ্জ _ বুনিয়াদপুর রাজ্য সরকার গা ঘেঁষে মারোয়ারী সম্প্রদায়ের ” মা রানী স্বতী মন্দিরের প্রতিষ্ঠা হয় ২০১৮ সালের ১৮ ই ফেব্রুয়ারীতে কালিয়াগঞ্জ শহরের একপ্রান্তে স্বর্গীয় রাজ কুমার জালানের দান করা এক বিঘা জমির উপর।

 

কালিয়াগঞ্জ রানী সতী মন্দির কমিটির সভাপতি তথা লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্ণর সুরেশ সারাফ মঙ্গলবার এক সাক্ষাতে জানান আমাদের মা রানী সতীর মায়ের মন্দিরে চারটা বৈশিষ্ট্যের উপর পূজা কমিটির পার্বন হয়ে থাকে যেমন প্রথমত মায়ের জন্মোৎসব,দ্বিতীয়ত মায়ের বিবাহ উৎসব,তৃতীয়ত কার্তিক নবমী তিথি উৎসব এবং চতুর্থত কৌশিক অমাবস্যা উৎসব।প্রতিটি অনুষ্ঠানই অত্যন্ত জাঁকজমক হয়ে থাকে। কালিয়াগঞ্জ শহরের রানী সতী মায়ের মন্দিরকে সাজাতে কলিয়াগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী দীন দয়াল শর্মা রানী সতী মায়ের মন্দির চত্বরে একটি হনুমান মন্দির এবং একটি বাবা শিবের মন্দির প্রতিষ্ঠা করেন।সংস্থার সহ _ সভাপতি রাজেন্দ্র কুমার মুন্দ্রা বলেন সারা বছর ধরেই তাদের মন্দিরে মারোয়ারী সমাজের মহিলাদের নানান ধরনের পূজা পার্বনের সাথে চলে বিভিন্ন ধরনের নাচের সাথে সঙ্গীতের আয়োজন। বিশিষ্ট ব্যবসায়ী দীন দয়াল শর্মা এই প্রতিবেদককে বলেন এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের কার্যকরী সমিতির সবাই উপস্থিত হন যা অন্য কোন মন্দির প্রাঙ্গনে এই ছবি দেখা পাওয়া ভার।কালিয়াগঞ্জ রানী সতী মন্দিরে কমিটির সকল সদস্যদের মাঝে দেখা যায় অবসরপ্রাপ্ত সমবায় দপ্তরের আধিকারিক মনোজ রায়কে।তিনি এক প্রশ্নের উত্তরে জানান আমি বাঙালি বটে তবে আমার প্রতিদিনের আড্ডার স্থল এই রানী সতী মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *