December 5, 2024

রাধিকাপুর রেল স্টেশনে নুতন দুটি ট্রাক লাইন বসানোর জন্য ৬,৯৫ কোটি টাকার টেন্ডার বিজ্ঞপ্তি জারি

1 min read

রাধিকাপুর রেল স্টেশনে নুতন দুটি ট্রাক লাইন বসানোর জন্য ৬,৯৫ কোটি টাকার টেন্ডার বিজ্ঞপ্তি জারি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ সেপ্টেম্বর:অবশেষে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের আবেদনে রেল মন্ত্রক সারা দিল। জানা যায় কার্তিক পাল রায়গঞ্জের সাংসদ নির্বাচিত হবার পর রেলমন্ত্রীর সাথে দিল্লীতে দেখা করে লিখিত দাবি জানিয়েছিলেন যে,রাধিকা পুর স্টেশন থেকে অতিরিক্ত ট্রেন যাতায়াত করতে গেলে প্রথমেই রাধিকাপুর স্টেশনে আরো দুটি রেল লাইন বসাতে হবে।রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের লিখিত আবেদনকে মান্যতা দিয়ে অবশেষে রেল দপ্তর রাধিকাপুর স্টেশনে নুতন দুটি লাইন বসানোর সাথে আরো কিছু পরিকাঠামো গড়ে তোলার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার

ডিভিশন থেকে এই কাজের জন্য ৬,৯৫ কোটি টাকার টেন্ডার দেবার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল বলে জানা যায়।রাধিকাপুর স্টেশন সূত্রে জানা যায় এই বিজ্ঞপ্তির ফলে দুটি লাইন বসানো ছাড়াও ইন্টারলকিং রুম, ডাইভার্সন রোড সহ নুতন একটি রেল গুমটির কাজ হবে বলে জানা যায়।রায়গঞ্জের সাংসদ বৃহস্পতিবার জানান রাধিকা পুর স্টেশনের এই কাজটি হলেই রাধিকাপুর থেকে দূরপাল্লার ট্রেনের চলাচলের কোন রকম অসুবিধা আর থাকবেনা বলে সাংসদ কার্তিক পাল জানান।এদিন সাংসদ কার্তিক পাল আরো জানান দুর্গাপূজার আগেই সম্ভবত দিল্লির ট্রেন চালু হতে যাচ্ছে। রাধিকাপুর স্টেশনের রেল ট্রাকের কাজ দ্রুত শেষ হলেই এই স্টেশন।থেকে দূরপাল্লা ট্রেন চলাচলে কোন রকম অসুবিধা থাকার কথা নয় বলে সাংসদ কার্তিক পাল বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *