মাতৃ দেবীর স্মৃতিতে কালিয়াগঞ্জ কলেজের ছাত্র ছাত্রীদের পরিস্রুত পানীয় জলের জন্য সাবমার্শাল নলকূপ যুক্ত জলাধার প্রদান
1 min readমাতৃ দেবীর স্মৃতিতে কালিয়াগঞ্জ কলেজের ছাত্র ছাত্রীদের পরিস্রুত পানীয় জলের জন্য সাবমার্শাল নলকূপ যুক্ত জলাধার প্রদান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ সেপ্টেম্বর: সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে স্বর্গীয় মদন লাল চন্ডক এবং স্বর্গীয়া রাম দেবী চন্ডকের স্মৃতি রক্ষায় তার পুত্র বিজয় কিষান চন্ডক কালিয়াগঞ্জ কলেজের ছাত্র ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের জন্য সাব মার্শাল যুক্ত জলাধার কালিয়াগঞ্জ কলেজ কর্তৃপক্ষকে উৎসর্গ করেন।কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড:বিপুল মণ্ডল বলেন কালিয়াগঞ্জ কলেজের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে আজকে যে সাব মার্শাল জলাধার কালিয়াগঞ্জ কলেজকে উপহার দিল তার জন্য বিজয় কিষান চন্ডককে
কালিয়াগঞ্জ কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি বিজয় কিষান চন্ডক।তিনি তার বক্তব্যে বলেন আমার অনেকদিনের ইচ্ছা ছিল কালিয়াগঞ্জ কলেজে একটি জলাধার মায়ের স্মৃতিতে দান করব।আজ আমি গর্বিত আমার মনের ইচ্ছা সবার সহযোগিতায় উৎসর্গ করতে পেরেছি।বিজয় কিষান চন্ড ক বলেন কালিয়াগঞ্জ কলেজকে ভবিষ্যতে তাদের প্রয়োজনে আমি কাজে লাগতে পারি সে ব্যাপারে সচেষ্ট হব।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক চাঁদমল ভোতরা,সমবায় বিভাগের প্রাক্তন আধিকারিক মনোজ রায়,লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্ণর সুরেশ সরাফ, কালিয়াগঞ্জ কলেজের দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ ড: বিপুল কুমার মণ্ডল,কলেজের প্রাক্তন ,অধ্যাপক দেবাশীষ ভৌমিক,কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন সুখেন্দু সরকার,লায়ন্স ক্লাবের অপর কর্ণধার চঞ্চল রায় এবং অরূপ দাস।