December 5, 2024

তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে কালিয়াগঞ্জে দর্পণে গর্জন কর্মসূচির মাধ্যমে সম্মিলিত নাট্য কর্মীরা মহেন্দ্র গঞ্জ বাজার পার্শ্ববর্তী স্থানে পথ নাটিকায় মঞ্চস্থ “ফিনিক্স”

1 min read

তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে কালিয়াগঞ্জে দর্পণে গর্জন কর্মসূচির মাধ্যমে সম্মিলিত নাট্য কর্মীরা মহেন্দ্র গঞ্জ বাজার পার্শ্ববর্তী স্থানে পথ নাটিকায় মঞ্চস্থ “ফিনিক্স”

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ সেপ্টেম্বর:সোমবার উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ শহরের দর্পণে গর্জন কর্মসূচির মাধ্যমে সম্মিলিত নাট্য কর্মীরা শহরের মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন স্থানে মহিলা চিকিৎসক পৈশাচিক নরহত্যার প্রতিবাদে মঞ্চস্থ করলো পথ নাটক ” ফিনিক্স”।ফিনিক্সের নাট্য রূপ দানে ছিলেন তমোজিৎ রায়।

 

নির্দেশনায় সমবেত এবং প্রযোজনায়_কালিয়াগঞ্জ সম্মিলিত নাট্য কর্মীরা।কালিয়াগঞ্জ সম্মিলিত নাট্য কর্মীদের একজন বিশিষ্ট নাট্য কর্মী বিভু ভূষন সাহা এক প্রশ্নের উত্তরে বলেন ১৬ ই সেপ্টেম্বর সন্ধ্যায় একই দিনে পঞ্চাশটি নাটক পঞ্চাশটি নাট্য দলের নাট্য কর্মীরা “.ফিনিক্স” নাটকটি সর্বত্রই সাফল্যের সাথে মঞ্চস্থ করে।নাটকটি দেখতে সর্বত্র ভির ছিল চোখে পড়ার মত। কালিয়াগঞ্জ সম্মিলিত নাট্য দলগুলির মধ্যে এই নাটকে অংশ গ্রহন করে কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থা,কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার,যাত্রিক নাট্য গোষ্ঠী এবং প্রজ্বলন নাট্য সংস্থার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *