গণেশ বাটিতে পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষ্যে রাজবংশী ভাষা নিয়ে আলোচনা চক্র
1 min readগণেশ বাটিতে পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষ্যে রাজবংশী ভাষা নিয়ে আলোচনা চক্র
তপন চক্রবর্তী,(উত্তর দিনাজপুর),১৫ সেপ্টেম্বর: শনিবার রাত্রে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের গণেশ বাটিতে রায় সাহেব পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে রাজবংশী সমাজের ভাষা নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড:দীপক রায় এবং কোচবিহারের রাজবংশী লেখক কমলেশ সরকার।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: দীপক রায়।বঙ্গরত্ন কোচবিহারের বিশিষ্ট রাজবংশী লেখক কমলেশ সরকার,পরমেশ্বর রায়,
পবিত্র সরকার,সুধীর চন্দ্র রায়,বিজয় সরকার,নিমাই দেবশর্মা।অনুষ্ঠানেরd উদ্যোক্তাজীতেন্দ্র নাথ রায় বলেন রাজবংশী জনজীবনে রায় সাহেব ঠাকুর পঞ্চাননের প্রভাব কতটা পড়েছে বা আদৌ পরেনি আমাদের আলোচনা সেই বিষয় নিয়েই ছিল।অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড:দীপক রায় বলেন রাজবংশী সমাজের অন্যতম সমাজ প্রবর্তক রায় সাহেব পঞ্চানন ঠাকুর আমাদের পথ প্রদর্শক।বর্তমান সমাজে ঠাকুর পঞ্চানন সাহেবের কথা
অনেকের কাছেই অজানা।আমাদের উচিত এই মানুষটির কর্মজীবনের সাথে সাথে তার সমাজ পরিবর্তনের ভাবনা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া।রাজবংশী সমাজের উন্নয়নে যে কাজ তিনি করে গেছেন বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের সেই সবকিছু জানা দরকার।পঞ্চানন বর্মার জীবন সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন।এই কাজটি না করলে না জানলে তার প্রতি শ্রদ্ধা জানানো অসম্ভব।তাই এই রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে আমাদের এই ধরনের আলোচনার সাথে সাথে তার দেখানো পথে আমাদের চলতে হবে বলে তিনি মনে করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোচবিহার থেকে আগত রাজবংশী লেখক কমলেশ সরকার।অনুষ্ঠানে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের খন পালা,ভাওয়াইয়া, বাউল সঙ্গীত পরিবেশন উত্তর দিনাজপুর জেলার শিল্পীরা।