October 21, 2024

কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দশম দ্বিবার্ষিক সন্মেলনে কোন হুমকির কাছে মাথা নত না করে সাংবাদিকদের প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার আহ্বান_অলিপ মিত্র

1 min read

কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দশম দ্বিবার্ষিক সন্মেলনে কোন হুমকির কাছে মাথা নত না করে সাংবাদিকদের প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার আহ্বান_অলিপ মিত্র

কালিয়াগঞ্জ,১৩ সেপ্টেম্বর: কারো ভয়ে ভীত না হয়ে মাথা উচু করে প্রকৃত ঘটনা সমাজের সামনে তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানালেন উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সাধারন সম্পাদক__ শুক্রবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব দ্বিতল ভবনে প্রেস ক্লাবের দশম দ্বিবার্ষিক সন্মেলনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উপস্থিত প্রসাশনের বিভিন্ন পদাধিকারীদের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন। অলিপ মিত্র বলেন সত্যি ঘটনা প্রকাশ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের দ্বারা নানা ভাবে আক্রান্ত হতে হচ্ছে।কিন্তু কিছুই করার নেই।প্রশাসন অবশ্যই এসব ব্যাপারে দৃষ্টি দেবেন বলেই

তার বিশ্বাস।কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক বলেন সাংবাদিকদের কাজই হচ্ছে সমাজে প্রতিনিয়ত যা ঘটছে সেটা আয়নার মত সমাজে তুলে ধরা।আমরা সেই ধরনের সাংবাদিকতা করতে বার বার বলবো সাংবাদিকদের।কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জী বলেন সাংবাদিকদের কাছ থেকে পুলিশের বিরুদ্ধে যেমন খবর দেখতে পাই আবার পুলিশের ভালো কাজের প্রশংসাও তারা তুলে ধরেন।সাংবাদিকরা আমাদের প্রকৃত বন্ধু বলেই তিনি মনে করেন।সন্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু দেবগুপ্ত,মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু, বিশিষ্ট সমাজ সেবী দেবব্রত কর,বিশিষ্ট সমাজ সেবী সুজিত দত্ত এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার এবং কার্যকরী সভাপতি উত্তম পাল।কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দশম দ্বিবার্ষিক সম্মেলন থেকে আগামী দুই বছরের জন্য অনুপ জয় সোয়ালকে সভাপতি এবং অনির্বাণ চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে ১৪ জনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।সন্ধ্যায় সাংবাদিকরা তাদের নিজস্ব ভবনে একটি ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *