October 11, 2024

কালিয়াগঞ্জ স্টেশনে রেলের এস এস সি কমিটির সাথে রেলের আধিকারিকদের প্রথম বৈঠক

1 min read

কালিয়াগঞ্জ স্টেশনে রেলের এস এস সি কমিটির সাথে রেলের আধিকারিকদের প্রথম বৈঠক

তপন চক্রবর্তী(উত্তর দিনাজপুর) ৯ সেপ্টেম্বর: সোমবার এই প্রথম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেলস্টেশনের স্টেশন ম্যানেজারের দপ্তরে কালিয়াগঞ্জ রেল স্টেশনের এস এস সি কমিটির সদস্যদের সাথে কাটিহার ডিভিশনের আধিকারিকদের সাথে বৈঠক হয়।বৈঠকের পর এস এস সি কমিটির অন্যতম সদস্য গৌরাঙ্গ দাস এক সাক্ষাৎকারে বলেন এই প্রথম কালিয়াগঞ্জ রেল স্টেশনের রেল কমিটির সাথে রেলের কাটিহারের আধিকারিকদের সাথে পরিচয় হবার সাথে সাথে রেলের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ নিয়ে আলোচনা হয়।গৌরাঙ্গ দাস বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় স্টেশনে ব্যাপক উন্নয়ন মুলক কাজ শুরু হয়েছে যা অভিনন্দন যোগ্য। কিন্তূ এই কাজের মধ্যেই কিছু নিম্ন মানের কাজ হচ্ছে আমাদের রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের কাছে খবর চলে আসে।

পরবর্তীতে সেই নিম্ন মানের কাজ বন্ধ রেখে পুনরায় ভালো কাজ করানো হয়।গৌরাঙ্গ দাস বলেন আমরা রেলের আধিকারিকদের জানিয়েছি রেলের কাজ জনগণের কাজ।এই কাজ ভালো হোক রেল দপ্তরকে যেমন লক্ষ্য রাখতে হবে আমাদেরও সেই ভাবেই লক্ষ রাখতে হবে।তাই আমাদের সাথে খুব সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে রেল দপ্তরের আধিকারিকদের সাথে।কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার বলেন কালিয়াগঞ্জ স্টেশনের উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে। কাজও খুব ভালো হচ্ছে।আগামী ছয় মাসের মধ্যে কালিয়াগঞ্জ রেল স্টেশনের চেহারা সম্পূর্ন পাল্টে যাবে বলেই তার ধারনা। তাছাড়া কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবার সম্ভাবনা রয়েছে।জানা যায় আজকের বৈঠকে কালিয়াগঞ্জ এস এস সি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ দাস ছাড়াও বিভাস সাহা, নন্দ দুলাল দাস,বর্ণালী দাস এবং পিয়ালী সাহা।অন্যদিকে রেলের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন আখিলেশ্বর কুমার রাম,রেলের আর পিএফ ইন্সপেক্টর স্বরবন্ত কুমার যাদব,অখিলেশ্বর রাম,মানস কুমার এবং হরিওম কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *