December 5, 2024

রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জহর সরকার

1 min read

রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জহর সরকার

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন জহর সরকার। আরজি কাণ্ডের প্রতিবাদে তিনি ইস্তফা দিতে চলছেন। নিজের ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একটা সময় প্রসার ভারতীর শীর্ষপদে ছিলেন এই আমলা। অনবসরের পর তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে।তারপর তাঁকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল।আরজি কর-কাণ্ডে আগেই প্রতিবাদে সরব হয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান আর এক তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁকে নিয়ে জল্পনা চলছে। এমন আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিজের ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন জহর সরকার। সাংসদ পথে থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন জহর।

দীর্ঘদিন দিল্লিতে কাজের সুবাদে তিনি বেশ পরিচিত একটি নাম। কেন্দ্রীয় আমলা হিসেবে কাজ করার জন্য দিল্লির রাজনীতি তাঁর নখদর্পণে। ফলে এমন সাংসদ দল ছাড়লে স্বভাবতই কিছুটা হলেও চাপ বাড়বে শাসক দলের।রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি রাজনীতি থেকেও নিজেকে সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন করছেন জানিয়েছেন তৃণমূলনেত্রীকে। তাঁর ইস্তফার জন্য যে কারণগুলি তিনি উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম হল আরজি করের ঘটনা। এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *