December 5, 2024

প্রাক্তনীদের হাতে সম্বর্ধনা পেয়ে কালিয়াগঞ্জ কলেজের দায়িত্ব প্রাপ্ত নুতন অধ্যক্ষ ড:বিপুল মণ্ডল অভিভূত

1 min read

প্রাক্তনীদের হাতে সম্বর্ধনা পেয়ে কালিয়াগঞ্জ কলেজের দায়িত্ব প্রাপ্ত নুতন অধ্যক্ষ ড:বিপুল মণ্ডল অভিভূত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ সেপ্টেম্বর:সেই কবে কালিয়াগঞ্জ কলেজের গণ্ডি পেরিয়ে কলেজের অধ্যাপক বিপুল মণ্ডলের কাছে পড়াশোনা করে যে যার মত কর্মসূত্রে যোগ দিলেও কালিয়াগঞ্জ কলেজের প্রাক্ত নীদের সেই ১৫ /২০ বছর পর তাদের কলেজের অধ্যাপক ড:বিপুল মণ্ডল আজ কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পদে যোগ দিয়েও প্রাক্তনীদের সবার কথা মনে রেখে সবার খোঁজ খবর নিয়ে তাদের সাথে যে ব্যাবহার করেছেন সেটা সবারই মনে রাখার মত ঘটনা।

শুক্রবার কালিয়াগঞ্জ নুতন অধ্যক্ষ ড:বিপুল কুমার মণ্ডলকে সম্বর্ধনা দিতে গিয়ে পুরানো সেই দিনের কথা,সেই নস্টালজিয়া ধরা পরে ছাত্রছাত্রী ও অধ্যাপক তথা বর্তমানের কলেজের অধ্যক্ষ ড:বিপুল মণ্ডলের মধ্যে যা এক কথায় বিরল ঘটনা বলা য় যেতে পারে।শুক্রবার কালিয়াগঞ্জ কলেজের বেশ কিছু প্রাক্তনী বর্তমান অধ্যক্ষ কে সম্বর্ধনা দেবার পর অধ্যক্ষ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোরা সারা জীবন আমার পুত্র তুল্য ছাত্র।তোদের যখন যেমন প্রয়োজন হবে কোন দ্বিধা না করে আমার কাছে চলে আসবি।আমি আগেও যেমন তোদের ছিলাম এখনো তোদেরই আছি।তোদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। অধ্যক্ষ ড: বিপুল মণ্ডল বলেন তোরা সবাই জীবনে প্রতিষ্ঠিত হয়েছিস এতেই আমি খুশি।আজ যে সমস্ত প্রাক্তনীরা কলেজের অধ্যক্ষকে সম্বর্ধনা দিতে গিয়েছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিল কাঞ্চন সাহা,সৌম্য দত্ত,গোপাল সাহা, সায়ন দাস,অনুপ জয় সোয়াল এবং পঞ্চানন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *