December 5, 2024

শিক্ষক দিবসে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা

1 min read

শিক্ষক দিবসে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ সেপ্টেম্বর:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব সর্ব পল্লী ড: রাধা কৃষ্ণনের জন্ম দিন উপলক্ষ্যে শিক্ষক দিবসে কালিয়াগঞ্জ শহরের ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড:বিপুল কুমার মণ্ডল,বঙ্গরত্ন তথা কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ড: মমতা কুন্ডু।অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশিষ্ট দার্শনিক সর্বপল্লী ড:রাধা কৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড: বিপুল কুমার মণ্ডল, ড:মমতা কুন্ডু সহ বিশিষ্ট জনেরা।অধ্যাপিকা ড:মমতা কুন্ডু প্রতিবারের মত এবারেও ড:রাধা কৃষ্ণন সম্পর্কে অসাধারন বক্তব্য রাখলে উপস্থিত বিশিষ্ট জনেরা সমৃদ্ধ হয়।

এ ছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল কুমার সেন,প্রধান শিক্ষক সন্তোষ রায়। কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব এবার যে সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা দিলেন তারা হলেন বিশ্বজিৎ দেববর্মা,লালন চন্দ্র সাহা,চন্দন চক্রবর্তী,শ্যামল কুমার সাহা,কার্তিক পাহান,অরুণাংশু দাস,রঞ্জন মোদক,শ্যামলী দেবনাথ, বাণী সাহা এবং চন্দ্রনাথ সাহা।এই অনুষ্ঠানে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক ছেলেদের মধ্যে প্রথম কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনিদীপ সরকারকে পুরস্কৃত করা হয়,মেয়েদের মধ্যে কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রেয়সী পালকে। অপর দিকে ২০২৪ সালে কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র পীতাম্বর বর্মনকে পুরস্কৃত করা হয় যেমন তেমনি তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুপ্রিয়া সরকারকেও পুরস্কৃত করা হয়। এ ছাড়াও গত ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা বিভিন্ন বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছিল তাদেরকেও পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের লায়ন প্রবীর কুমার দে ,লায়ন সুখেন্দু সরকার প্রেসিডেন্ট,লায়ন জয়ন্ত সরকার সেক্রেটারি, দিব্যেন্দু চৌধুরী,দিব্যেন্দু রায়,চঞ্চল রায় উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালকের ভূমিকায় ছিলেন লায়ন সুদীপ ভট্টাচার্য।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *