October 7, 2024

৩০ তম আন্ত বিদ্যালয় জেলা প্রতিযোগিতায় ডালিমগাঁও উচ্চবিদ্যালয় চারটি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে শুধু জেলা নয় রাজ্যেও আলোড়ন সৃষ্টি করেছে

1 min read

৩০ তম আন্ত বিদ্যালয় জেলা প্রতিযোগিতায় ডালিমগাঁও উচ্চবিদ্যালয় চারটি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে শুধু জেলা নয় রাজ্যেও আলোড়ন সৃষ্টি করেছে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ সেপ্টেম্বর: কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জেলার সমস্ত বিদ্যালয়কে অবাক করে দিয়ে ৩০ তম আন্ত বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় চার চারটি বিভাগে চ্যাম্পিয়নের মর্যাদা পেয়ে শুধু জেলায় নয় রাজ্যেও আলোড়ন সৃষ্টি করেছে বলে জানা যায়।ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বরুণ দাস জানান তাদের বিদ্যালয় মোট চারটি বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়নের মর্যাদা করায় আমাদের বিদ্যালয়ের এলাকার ছাত্র ছাত্রীদের অভিভাবকরা আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রশংসনীয় জয়ের জন্য অভিনন্দন জানায়।বরুণ দাস জানায় বিদ্যালয়ের অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে

এই প্রথমবার অংশ গ্রহন করেই ফুটবল বিভাগে ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে “খো খো” প্রতিযোগিতায় জেলায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করার পরে ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা “খো খো” প্রতিযোগিতাতেও জেলায় চ্যাম্পিয়নের মর্যাদা পায়।ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বরুণ দাস বলেন বলেন এসব ছাড়াও অনূর্ধ্ব ১৯ বালিকা বিভাগে ভলিবল প্রতিযোগীতাতেও ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় জেলায় আন্ত বিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।বরুণ বাবু আরো জানান তাদের বিদ্যালয়ের পাঁচ জন খেলোয়াড় ছয়টি ইভেন্টের মধ্যে দুটি ইভেন্টে প্রথম স্থান এবং চারটি ইভেন্টে দ্বিতীয় স্থান দখল করে ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের নাম দিকে দিকে ছড়িয়ে দিয়েছে।ডালিম গাও বিদ্যালয়ের ক্রীড়া ক্ষেত্রে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অসাধ্য সাধন করায় বিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে মিছিলটি ডালিমগাঁও এলাকায় অবস্থিত ধনকোল গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত গিয়ে সেখান থেকে পুনরায় বিদ্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। জানা যায় ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের মিছিলে যেমন বিদ্যালয়ের জয়ী খেলোয়াড়রা অংশগ্রহন করে তেমনি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মনোতোষ মোদক,দিলীপ কিস্কু, সহ বিদ্যালয়ের শিক্ষকরা এবং এলাকার জেলা পরিষদের সদস্য রামদেব শাহানি এবং এলাকার প্রধান মিছিলে অংশগ্রহণ করেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *