October 7, 2024

কালিয়াগঞ্জ বিডিও অফিসে যে দুর্নীতি চলছে তার যোগ্য জবাব দেবে কালিয়াগঞ্জের মানুষ সাংসদ কার্তিক  পালের হুশিয়ারি

1 min read

কালিয়াগঞ্জ বিডিও অফিসে যে দুর্নীতি চলছে তার যোগ্য জবাব দেবে কালিয়াগঞ্জের মানুষ সাংসদ কার্তিক  পালের হুশিয়ারি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ সেপ্টেম্বর:পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুধু আর জি কর হাসপাতালে আমাদের চিকিৎসক বোনকে পৈশাচিক মৃত্যুর দিকেই ঠেলে দেয়নি রাজ্যের সর্বত্র চলছে ধর্ষনের প্রতিযোগিতা।পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও ধর্ষণ কান্ড যেন বর্তমানে জল ভাতে পরিণত হয়েছে।এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরেই শুধু দুর্নীতির আতুর ঘর বানানো হয়নি।রাজ্যের প্রতিটি বিডিও অফিসে নির্বাচনের সময় যেমন বিডিও কথামত নির্বাচন হয় আবার বিভিন্ন ভেবে এই বিডিও অফিস গুলি অর্থিকদুর্নীতির আখড়া হয়ে উঠেছে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভে এই বক্তব্য তুলে ধরেন।কালিয়াগঞ্জ বিডিও অফিসের বিভিন্ন দুর্নীতির জন্য কালিয়াগঞ্জের মানুষ এর জবাব নেবে বলে সাংসদ কার্তিক পাল বিডিওকে বলেন মানুষের জন্য প্রকৃত পরিষেবা দিন। না হলে কালিয়াগঞ্জ  বিডিও অফিসেও মানুষ আপনার কাছে জবাব চাইবে।বক্তব্য রাখেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক গৌতম বিশ্বাস, বিজেপি নেতা গৌরাঙ্গ দাস, তারিনী রায় সহ বিজেপির উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।এদিন বক্তব্য দিতে গিয়ে বলেন  এই বাংলার অবস্থা খুব খারাপ। তাই সকলের সামনে বিবস্ত্র হলাম।

 

বক্তব্য  রাখতে গিয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন ,আজকে বাংলার অবস্থা এইরকম।। কে করছে। আমাদের বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী আজকে বাংলাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন সারা বিশ্বের দরবারে। তাই বাংলাকে দেখে আজকে কি শিখবে সবাই। যে বাংলা একদিন শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে উন্নত মানের বাংলা ছিল আর আজকে সেই বাংলা কে দেখে মানুষ ভয় পাচ্ছে। বিহার থেকে মানুষ বলছে আর বাংলাতে যাব না কাজ করতে। বাংলার অবস্থা খারাপ। মহারাষ্ট্রের লোক বলছে বাংলায় যেওনা, বাংলার অবস্থা খারাপ। কারণ পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী যাকে অগ্নিকন্যা বলা হত। যে বলেছিল আমি মা মাটি মানুষের সরকার। আজ মা ধর্ষিত হচ্ছে মাটি, লুণ্ঠন হয়ে যাচ্ছে আর মানুষ প্রতিনিয়ত হত্যা হচ্ছে। আর সেই বাংলায় কিভাবে আমরা বস্ত্র ধারণ করে থাকতে পারি। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিডিও অফিসে বিজেপির ধর্না  ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নিজে বিবস্ত্র হলেন উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। শুধু তাই নয় খালি গায়ে তিনি পুলিশ এবং সকল বিজেপি কর্মী সমর্থক দের সামনে বক্তব্য রাখলেন। তিনি বলেন বাংলার যা অবস্থা তাতে তিনি বিবস্ত্র না হয়ে পারলাম না।এদিন  বিজেপি কালিয়াগঞ্জ নাট মন্দিরে জমায়েত হয়ে মিছিল করে বিডিও অফিসে যায়। বিডিও অফিসের গেটের মুখে আটকে দে পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের  ধস্তাধস্তি। শেষে বিজেপি কর্মীরা রাস্তার উপর বসে অবস্থান বিক্ষোভ করে। এদিনের ব্লক অফিসে ধর্না অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, জেলা সম্পাদক গৌতম বিশ্বাস, কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস,শহর মন্ডল মহিলা সভানেত্রী  তাপসী ঝা, কালিয়াগঞ্জ এর ১৩ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী সুব্রত বোস । এদিন তাকেও দেখা যায় বিজেপির কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এই অবস্থান-বিক্ষোভে সামিল হতে।এছাড়া  এদিন   বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি এবং মন্ডল সভাপতিরা উপস্থিত  হয়েছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *