ভ্রাম্যমান সাহিত্য সংস্থা “প্রতী তির” আগামী তিন বছরের জন্য নুতন শক্তিশালী কার্যকরী কমিটি গঠিত হল
1 min readভ্রাম্যমান সাহিত্য সংস্থা “প্রতী তির” আগামী তিন বছরের জন্য নুতন শক্তিশালী কার্যকরী কমিটি গঠিত হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩১ আগস্ট:উত্তর দিনাজপুর জেলার প্রাচীন ভ্রাম্যমান সাহিত্য সংস্থা প্রতীতির বুধবারের সাহিত্য আসরে আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠিত হয়।খবর নিয়ে জানা যায় এই সাহিত্য সংস্থার উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন তপন চক্রবর্তী, তপন কুমার চক্রবর্তী,রাজ কুমার জাজো দিয়া,অনিন্দিতা দাস চক্রবর্তী,অরুণ কুমার দাস এবং ননী গোপাল শীল।
সভাপতি হলেন স্বর্ণময় অধিকারী,কার্যকরী সভাপতি হলেন গৌতম বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বিপুল মৈত্র এবং সুমনা গুহ,যুগ্ম সহ সম্পাদক হলেন সুকান্ত গুহ এবং সুজাতা দত্ত , কোষাধক্ষ্য হলেন কাজল মোদক এবং সংস্থার যোগাযোগ সম্পাদক হলেন প্রদীপ কুমার রায়। এছাড়াও সংস্থার পত্রিকা সম্পাদক হয়েছেন রাধিকা রঞ্জন দেবভূতি,চন্দ্র নাথ সাহা এবং ড:কাঞ্চন দে।