এক অষ্টম শ্রেণির নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে উঠে এল।
1 min readএক অষ্টম শ্রেণির নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে উঠে এল কালিয়াগঞ্জ এ
আরজি করের ঘটনায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত বাংলার অলিগলি। ঠিক তখনই এক অষ্টম শ্রেণির নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে উঠে এল। ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। বুধবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় কালিয়াগঞ্জে।প্রায় চারমাস আগে স্কুলে যাওয়ার পথে এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়। তবে প্রাণভয়ে মুখে কুলুপ এঁটেছিল ওই নাবালিকা। বুধবার দুপুরে কালিয়াগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতা নাবালিকার বাবা। কালিয়াগঞ্জ থানা সুত্রে জানা গিয়েছে ‘অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে খোঁজ চলছে।’নাবালিকার বাবার অভিযোগ, ‘নিজের মামা বাড়িতে থেকে মেয়ের লেখাপড়া চলছিল।
গত ৩ মে সকাল ১০টা নাগাদ মামাবাড়ি থেকে মেয়ে স্কুলে যাওয়ার পথে তিনজন ব্যক্তি ওর মুখ চেপে ধরে। তারপর ওকে টেনে ওই তিনজনের মধ্যে একজনের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে মেয়েকে ধর্ষণ করে ওই তিনজন। ধর্ষণের পর নাবালিকার নগ্ন ছবি তুলে মুখবন্ধ রাখার হুমকি দেয়। অভিযুক্তরা মেয়েকে আরও হুমকি দিয়ে বলে, যদি এ ব্যাপারে মুখ খোলে তাহলে মেয়ের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। সেই ভয়ে এতদিন চুপ করেছিল মেয়ে।’এরই মধ্যে ২৬ অগাস্ট ওই নাবালিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বমি করতে থাকে। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে মেয়ে গর্ভবতী বলে জানান। বাবার আরও দাবি, ‘এই সময় মেয়েকে জিজ্ঞাসা করতেই মেয়ে মুখ খোলে। সমস্ত ঘটনা আমাকে জানায়। আমার নাবালিকা মেয়ের সঙ্গে যারা এধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি চাইছি।’