কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর বন্ধ থাকা রেল প্রকল্পগুলি সহ বিভিন্ন রেল প্রকল্পগুলি নিয়ে রায়গঞ্জের সাংসদ মালিগাওয়ে সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সাথে বৈঠক করলেন
1 min readকালিয়াগঞ্জ_বুনিয়াদপুর বন্ধ থাকা রেল প্রকল্পগুলি সহ বিভিন্ন রেল প্রকল্পগুলি নিয়ে রায়গঞ্জের সাংসদ মালিগাওয়ে সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সাথে বৈঠক করলেন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯ আগস্ট:বৃহস্পতিবার উত্তর পূর্ব সীমান্ত রেলের পান্ডুতে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সাথে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের বৈঠক হয়। বৃহস্পতিবার আসামের মালিগাওঁ এ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তবজির অফিসে রায়গঞ্জ সংসদীয় ক্ষেত্রের ইসলামপুর থেকে শুরু করে রাধিকাপুর পর্যন্ত সকল চলমান প্রকল্পগুলো সহ সাধারণ মানুষের আরোও কিছু দাবী নিয়ে আলোচনা করলেন রায়গঞ্জ এর সাংসদ কার্তিক চন্দ্র পাল।
তিনি বলেন উত্তর দিনাজপুর জেলার গুরুত্বপুর্ন কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেলপ্রকল্পের কাজ শুরুর ব্যাপার নিয়ে যেমন আলোচনা হয়েছে,তেমনি রাধিকাপুর থেকে আরো দুটি ট্রেন কি ভাবে দ্রুত চালু করা যায় সে ব্যাপারে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রী বাস্তবের সাথে আলোচনা হয়েছে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ফোনে এই প্রতিবেদক কে জানান।রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন তিনি উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার শ্রী চেতন শ্রী বাস্তবের সাথে কথা বলে ভীষন খুশি হয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রী বাস্তব রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে জানিয়েছেন তার দাবিগুলির গুরুত্ব বুঝে তিনি দ্রুত কাজ গুলি শুরু করবার ব্যাবস্থা নেবার আশ্বাস দিয়েছেন।