December 5, 2024

রায়গঞ্জের মেলায় বাজিমাত বোলপুরের হ্যান্ডমেড জুয়েলারি

1 min read

রায়গঞ্জের মেলায় বাজিমাত বোলপুরের হ্যান্ডমেড জুয়েলারি

রায়গঞ্জের মেলায় বাজিমাত বোলপুরের হ্যান্ডমেড জুয়েলারির। দিন দিন বাড়ছে হাতে তৈরি গয়নার চাহিদা। দোকান থেকে কেনা মেশিন কাট গয়না যতই বাহারি হোক না কেন হাতে তৈরি গয়নার ব্যাপারই আলাদা। প্রতিবছর পুজোতে নিত্য নতুন ট্রেন্ড দেখা যায়। তবে এবার ট্রেন্ডিংয়ে রয়েছে সুতো, কাপড় ও বিভিন্ন ফেব্রিক দিয়ে হাতে তৈরি দুর্গা মূর্তি, ত্রিশূল, গণেশ সরস্বতীর হ্যান্ডমেড জুয়েলারি।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক মাস ধরে চলা মেলায় তাই প্রচুর চাহিদা বেড়েছে বোলপুরের হ্যান্ডমেড জুয়েলারির। ৫০ টাকা থেকে সাড়ে ৩০০ টাকা দামে ফেব্রিক, কাপড় , ক্লে কিংবা অক্সিডাইসের এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো কিনতে ইতিমধ্যে ভিড় জমেছে মেলায়।পুজোতে কাউকে গিফট দেওয়ার জন্য কিংবা নিজের পছন্দের শাড়ি-সালোয়ারের সঙ্গ পরতে অনেকেই বেছে নিচ্ছেন এই হ্যান্ডমেড জুয়েলারি। জানা যায়, গত কয়েক বছর ধরে এই জনপ্রিয়তা লাভ করছে হ্যান্ডমেড জুয়েলারি। আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো। তাই ইতিমধ্যে অনেকেই শাড়ি কিংবা জামার ম্যাচিং করা হ্যান্ডমেড জুয়েলারি কিনতে ভীড় জমিয়েছেন রায়গঞ্জ এক্সপো মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *