প্রয়াত অনিল বিশ্বাসের(কাঠুদা) স্মৃতি চারণ নজমু নাট্য নিকেতনে
1 min readপ্রয়াত অনিল বিশ্বাসের(কাঠুদা) স্মৃতি চারণ নজমু নাট্য নিকেতনে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ আগস্ট:রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে সদ্য প্রয়াত অনিল বিশ্বাসের (কাঠু)দার স্মরণ সভা অনুষ্ঠিত হয়।স্মরণ সভার প্রথমেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী ব্রততী দাসের সঙ্গীতের মাধ্যমে সভার সূচনা হয়। প্রয়াত অনিল বিশ্বাসের স্মৃতি চারন সভায় প্রথমেই বক্তব্য রাখেন আনন্দ রায় চৌধুরী,পেনশনার্স আসিভিয়েশনের সাধারন সম্পাদক।তিনি বলেন প্রয়াত অনিল বিশ্বাস ছিলেন বিশেষ বিশেষ গুণের অধিকারী।তার মৃত্যুতে শুধু পেনশনার্স এসোসিয়েশনের ক্ষতি হলোনা কালিয়াগঞ্জ শহরের সংস্কৃতি জগতের অনেকটাই ক্ষতি হল।
স্মৃতি চারন করেন বিজ্ঞান মঞ্চের অনিরুদ্ধ সিনহা,রাজ্য কো অর্ডিনেশন কমিটির আশীষ কর, কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক মণীশ বৈদ্য, এ বি টি এর উত্তর দিনাজপুর জেলার সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাবিদ বিপুল মৈত্র সহ অনেকেই।স্মৃতি চারণ সভায় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বিমল সেন,ভানু কিশোর সরকার,সাংবাদিক বিশ্বনাথ সিংহ,দেবব্রত সরকার সহ কালিয়াগঞ্জের বিশিষ্ট ব্যক্তিগণ।স্মৃতিচারণ সভায় প্রয়াত অনিল বিশ্বাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই।সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করার সাথে সাথে বাবার অনেক স্মৃতির কথা প্রয়াত অনিল বিশ্বাসের একমাত্র পুত্র শান্তনু বিশ্বাস অনুষ্ঠানের মাঝে মাঝে মনে করিয়ে দিতে ভোলেননি। স্মামীর স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষিকা শান্তনা বিশ্বাস।প্রকাশ, গত ১০ ই আগস্ট রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে প্রয়াত হন কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুরের সবার প্রিয় অনিল বিশ্বাস(কাঠু) দা।