রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের তৎপরতায় জেলা বাসী পেল কুলিক এক্সপ্রেস ও রাধিকপুর এক্সপ্রেসে একটি অতিরিক্ত শীত তাপ নিয়ন্ত্রিত এবং একটি সেকেন্ড ক্লাস সিটিং কোচ। যার বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে
1 min readরায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের তৎপরতায় জেলা বাসী পেল কুলিক এক্সপ্রেস ও রাধিকপুর এক্সপ্রেসে একটি অতিরিক্ত শীত তাপ নিয়ন্ত্রিত এবং একটি সেকেন্ড ক্লাস সিটিং কোচ। যার বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে
তন্ময় চক্রবর্তী রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের তৎপরতায় জেলা বাসী পেল রাধিকপুর এক্সপ্রেসে (১) একটি ফার্স্ট এসি ও সেকেন্ড এসি (২) একটি এসি ইকনমি কোচ এবং ১৩০৫৩/৫৪ কুলিক এক্সপ্রেসে (১) একটি এসি থ্রি টায়ার সহ (২) একটি 2S বগি । যার বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন গুলিতে অতিরিক্ত কোচ সংযোজন একটি নিয়মিত উদ্যোগ, যা যাত্রীদের সার্বিক ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে নেয় ভারত সরকারের রেল মন্ত্রক। সেই মতো সারা বছর জুড়ে টিকিটের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রক এমন সিদ্ধান্ত নিয়েছে।। যার টিকিট বুকিং ইতি মধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানা যায় রেল মন্ত্রক সূত্রে।
জানা যায় এটি কার্যকরী হবে হাওড়া থেকে আগামী দুই সেপ্টেম্বর থেকে এবং রাধিকাপুর থেকে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। জানা যায় এখন থেকে ট্রেনটি ১৫ টি কোচের পরিবর্তে ১৭ টি কোচ নিয়ে চলবে।অপরদিকে রাধিকাপুর এক্সপ্রেস ২০ টি কোচের পরিবর্তে এখন থেকে ২২ টি কোচ নিয়ে চলবে। জানা যায় যাত্রীদের এই অতিরিক্ত বার্থ এবং আসনের ফলে সাধারণ মানুষরা আগের চেয়ে আরো বেশি আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে পারবে বলে মনে করছে রেল মন্ত্রক। উল্লেখ্য রায়গঞ্জের সাংসদ হওয়ার পর থেকেই কার্তিক চন্দ্র পাল জেলায় রেলের একগুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন। মনে করা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রক যাত্রীদের সুবিধার্থে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ট্রেনে এবং রাধিকপুর এক্সপ্রেসে এই সুবিধা প্রদান করেছেন। ইতিমধ্যে যার বুকিং ও শুরু হয়ে গিয়েছে এদিকে এই দুই টি ট্রেন এ কোচ সংযোজনের ফলে সাধারণ মানুষ একদিকে যেমন ভারত সরকারের রেল মন্ত্রী কে ধন্যবাদ জানান পাশাপাশি ধন্যবাদ জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল কে।উল্লেখ্য উৎসবের মরশরুমের প্রাক্কালে উত্তরবঙ্গ গ্রামে ট্রেন গুলিতে টিকিটের হাহাকার হয়ে পড়ে।। জেলায় কর্মসূত্রে বসবাস করা মানুষ পুজোর ছুটিতে উত্তরবঙ্গে বাড়িতে ফেরেন। পাশাপাশি বহু পর্যটক এই সময় উত্তরবঙ্গে বেড়াতেও যান। রাধিকাপুর এক্সপ্রেসের কোচ বৃদ্ধির ফলে এই ধরনের যাত্রীরা উপকৃত হবেন বলে মনে করছে রেল কর্তাদের একাংশ।।