October 21, 2024

খুব শীঘ্রই রাধিকাপুর ও কুলিক এক্সপ্রেসের যাত্রীরা বিভিন্ন ধরনের অতিরিক্ত পরিষেবা পেতে চলেছে  জানালেন  রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল

1 min read

খুব শীঘ্রই রাধিকাপুর ও কুলিক এক্সপ্রেসের যাত্রীরা বিভিন্ন ধরনের অতিরিক্ত পরিষেবা পেতে চলেছে  জানালেন  রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩ আগস্ট:রাধিকাপুর_ চিৎপুর ও রাধিকাপুর_হাওড়া কুলিক এক্সপ্রেসের যাত্রীরা খুব শীঘ্রই অতিরিক্ত বেশ কিছু সুযোগ সুবিধা পেতে চলেছেন বলে জানালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।তিনি এই প্রতিবেদককে কলকাতা থেকে ফোনে জানান তিনি কলকাতায় রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওসকারের সাথে দেখা করে রেলের বেশ কিছু বিষয় নিয়ে যেমন আলোচনা করেন ।কার্তিক চন্দ্র পাল বলেন খুব শীঘ্রই রাধিকাপুর এক্সপ্রেসে একটি ফার্স্ট এসি কাম সেকেন্ড এসি ( ২)একটি এ সি ইকনমি কোচ এবং কুলিক এক্সপ্রেসে(১)একটি এসি থ্রি টায়ার সহ (২)একটি ২এস বগি যুক্ত হতে চলেছে।এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক বাবু বলেন এর ফলে যাত্রী সাধারনের এই দুই ট্রেনের যাত্রায় স্বাচ্ছন্দ অনেকটাই বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। জানা যায় কূলিক এক্সপ্রেসে বর্তমানে ইঞ্জিন বাদে মোট ১৫ টি কোচ আছে।এর মধ্যে ৭ টি জেনারেল কোচ,চারটি সিটিং নন এসি কোচ,একটি এসি চেয়ার কার আর একটি ভিস্তা ডোম আছে।এখন এর সাথে যুক্ত হচ্ছে একটি সিটিং নন এসি কোচ এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা রেখে একটি থার্ড এসি কোচ।

উল্লেখ্য বিজেপির রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল যে কাজ পাগল মানুষ সেটা কার্তিক পাল সাংসদ নির্বাচিত হবার আগেও যেমন কাজের মাধ্যমেই প্রমাণ করে দিয়েছেন তেমনি সাংসদ নির্বাচিত হবার পরেও সামান্য দুই মাসের মধ্যেই তার হাতে নাতে প্রমাণ দিয়েছেন দিল্লীতে রেল মন্ত্রীর সাথে দেখা করে যেমন উত্তর দিনাজপুর জেলার রেলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন,কেন্দ্রীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সাথে দেখা করেছেন,দেখা করেছেন

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী,কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করেছেন। কার্তিক বাবু মনে করেন দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলার তকমা ঘুচাতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন তার সময়কালের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *