October 27, 2024

দক্ষিণ দিনাজপুরের অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে রাহুল সিনহা

1 min read
কমল কুমার বিশ্বাস(কুমারগঞ্জ)22শে জুন :-দক্ষিণ দিনাজপুরের অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে রাহুল সিনহা l  পঞ্চায়েত নির্বাচন পরবর্তীতে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে  দ্বিতীয় বারের জন্য ডেপুটেশন দিতে চলেছে বিজেপি l মূলত পঞ্চায়েত  নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাস ও পুলিশি নিষ্ক্রিয়তা,প্রশাসনিক পক্ষপাতিত্ব মূলক আচরণ,নির্বাচন পরবর্তীতে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো,বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো,দুলাল কুমার সহ অন্যান্যদের খুনের প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আজ এইরাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ,বিজেপির মাদারিহাট বিধানসভার বিধায়ক মনোজ টিগ্গা,বিজেপি রাজ্য কমিটির সহ-সভানেত্রী মৌসুমী বিশ্বাস,উত্তর বঙ্গের দলীয় ইনচার্জ রথীন বোস l এছাড়াও পূর্ণ শক্তিতে নামছে পূর্ণাঙ্গ জেলা নেতৃত্ব l এপ্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান –  এযাবৎ যত রাজনৈতিক জমায়েত এই জেলায় হয়েছে আজকের জমায়েত তাদের প্রশ্ন চিহ্নের সামনে ফেলে দেবে l মূলত যেকোনো প্রকারেই পঞ্চায়েত ভোট জিততে হবে এই ভাবনা থেকে রাজ্যজুড়ে যে সন্ত্রাস ও ভয়ের বাতাবরণ তৈরী হয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ l মনোনয়ন পর্ব থেকে শুরুকরে ,নির্বাচন পর্ব এবং পরিশেষে গণনার দিনেও যে ভাবে ভোট লুট হলো তার বিরুদ্ধে এই প্রতিবাদ ,বিজেপি কর্মী দের যেভাবে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ ,গণতন্ত্র রক্ষার জন্য এই প্রতিবাদ l শুভেন্দু বাবু সমাজের সকল অংশের মানুষদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মানুষের অধিকার ফেরানোর জন্য l আজ দুপুর একটা থেকে বৈকাল চারটা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তিনি l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *