শ্যাম বাজার মেট্রো ১ নম্বর গেটে পশ্চিমবঙ্গ বিজেপির ধরনা মঞ্চের অবস্থান বিক্ষোভ মঞ্চে রায়গঞ্জের বিজেপির সাংসদ কার্তিক পাল
1 min readশ্যাম বাজার মেট্রো ১ নম্বর গেটে পশ্চিমবঙ্গ বিজেপির ধরনা মঞ্চের অবস্থান বিক্ষোভ মঞ্চে রায়গঞ্জের বিজেপির সাংসদ কার্তিক পাল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ আগস্ট:বুধবার আর জি কর হাসপতালের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদের সাথে সাথে নারী নির্যাতন,খুন,ধর্ষণ,অরাজকতা,বিশৃংখলা প্রতিবাদে শ্যাম বাজার মেট্রো ১ নম্বর গেটে পশ্চিমবঙ্গ বিজেপির ধরনা মঞ্চের অবস্থান বিক্ষোভ মঞ্চে রায়গঞ্জের বিজেপির সাংসদ তার ভাষণে অবিলম্বে এই সরকারকে সরিয়ে দেবার আহ্বান জানান।বিজেপি সাংসদ কার্তিক পাল বলেন সময় আগত,রাজ্যের মানুষ আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন ভাবেই সহ্য করতে পারছেনা।
তিনি বলেন আর জি কর হাসপাতালে আমাদের চিকিৎসক বোনকে যেভাবে পরিকল্পিত উপায়ে তার জীবন দীপ নিভিয়ে দিয়েছে এই সরকারের মদত পুষ্ট একের অধিক দুষ্কৃতিকারী,তেমনি ঠিক এক বছর আগে উত্তর দিনাজপুর জেলার তার সাংসদ এলাকার সাহেবঘাটা এলাকায় স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং রাধিকপুরে এই সরকারের পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর আজও কোন বিচার তাদের পরিবার এই সকারের কাছ থেকে পায়নি।কারন বিচার হলেই তৃণমূলের কেও না কেউ ফেঁসে যাবে বলে আজ পর্যন্ত নেই কোন বিচার?দুজনের পরিবারের মানুষজন তাদের মৃতদেহের কোন সৎকার করেনি শুধু প্রকৃত বিচারের কারনে। তাই রাজ্যের মানুষ এবার নিশ্চিত ভাবেই বুঝতে পেরেছে এই সরকার আমাদের জন্য নয় এই সরকার দুষ্কৃতীদের পক্ষেই সব সময় কাজ করে চলেছে।তাই রাজ্য আজ আর জি করের ঘটনার জন্য কাতারে কাতারে মহিলারা ঘর ছেড়ে পথে,লক্ষ্য লক্ষ্যে ছাত্র ছাত্র,চিকিৎসক, নার্স,অভিনেতা অভিনেত্রী বুদ্ধিজীবিরা,আজ আর কেও মুখ বুঝে ঘরে নেই।তাদের একটাই দাবি অবিলম্বে মুখ্য মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।এই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির রাজ্য নেতৃত্ব,সমস্ত জেলার নেতৃত্ব গন