December 5, 2024

মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু হলো ইসলামপুর ব্লকের গুনজরিয়াতে

1 min read

মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু হলো ইসলামপুর ব্লকের গুনজরিয়াতে

মোহাম্মদ জাকারিয়ার রিপোর্ট :-মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু হলো ইসলামপুর ব্লকের গুনজরিয়া জিপিতে।ভারত সরকারের নাবর্ড এর তরফে 30 জন গ্রামীণ মহিলাকে আগামি সাতদিন ব্যাপী এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন।

এই দিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নবর্ডের রিজিওনালের অফিসের পক্ষ থেকে ডিজিএম অম্লান দাস মহাশয়, নবর্ড এর আধিকারিক অর্নব প্রামাণিক, স্থানীয় গুঞ্জরিয়া ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার, গুনজুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি ও উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা এবং সমাজকর্মী আনিসুর রহমান সহ অন্যান্যরা।গুনজুরিয়া এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদেরকে ৭ দিনব্যাপী দাসপাড়া নবদিশা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি মাশরুম চাষের উপর হাতে কলমে শেখানোর ব্যবস্থা করেছেন,যাতে তারা মাশরুম চাষ করে বাড়ীতে রোজগার করতে পারবেন।গ্রামীন মহিলাদেরকে বিকল্প আয়ের সুযোগ করে দিতে এরকম প্রশিক্ষণ বলে সংস্থা সূত্র মারফত জানা যায়।এই প্রকল্পে সহযোগিতা করেছেন নবার্ড উত্তর দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *