কালিয়াগঞ্জে ওম নম শিবায় সেবা সমিতির উদ্যোগে একমাস ব্যাপি শিব তর্পনের পরিসমাপ্তি
1 min readকালিয়াগঞ্জে ওম নম শিবায় সেবা সমিতির উদ্যোগে একমাস ব্যাপি শিব তর্পনের পরিসমাপ্তি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ আগস্ট: সোমবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোরের ঠাকুর বাড়ি প্রাঙ্গনে ওম নম শিবায় সেবা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত একমাস ব্যাপি প্রতিদিনের শিব তর্পনের অনুষ্ঠান মঙ্গলবার গভীর রাতে শেষ হয় বলে জানান সংস্থার সম্পাদক রাধেশ্যাম তাপাড়িয়া।তিনি বলেন তাদের সংস্থা গোটা শ্রাবণ মাসের প্রতিটি দিন লটারির মাধ্যমে কালিয়াগঞ্জ
শহরের বিভিন্ন শিব ভক্তদের বাড়িতে এই অনুষ্ঠান অত্যন্ত নিষ্ঠার সাথে করে।রাধেশ্যম বাবু বলেন তাদের মাসের শেষ দিনের ওম নম শিবায় অনুষ্ঠানটি প্রচুর ভক্ত সমাগমের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয় কালিয়াগঞ্জের ঠাকুর বাড়িতে। কালিয়াগঞ্জ ওম নম শিবায় সেবা সমিতির সভাপতি বাবু লাল আগরওয়াল বলেন তাদের ওম নম শিবায় অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জের ভূমি পুত্র কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ বিশ্ব দেব মঠের প্রতিষ্ঠাতা স্বামী শিবাত্মা মহারাজ।কালিয়াগঞ্জ ওম নম শিবায় সেবা সমিতির কর্ণধার পণ্ডিত ভূপেন্দ্র নারায়ন ঝাঁ বলেন সারা বছর ও মাস ধরে আমরা ওম নম শিবায় সেবাসামিতির সদস্যরা বাবা মহাদেবের আরাধনার মধ্য দিয়ে বিশ্ব শান্তি স্থাপনের আরাধনা করে থাকি।কালিয়াগঞ্জ বাসী বিভিন্ন ভাবে এই সংস্থাকে নানা ভাবে সাহায্য করে থাকে।মঙ্গলবারের ওম নম শিবায় অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।