রাধিকাপুরের ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে কালিয়াগঞ্জের বিডিও সীমান্তের জোয়ানদের হাতে রাখি পরিয়ে দিল
1 min readরাধিকাপুরের ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে কালিয়াগঞ্জের বিডিও সীমান্তের জোয়ানদের হাতে রাখি পরিয়ে দিল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ আগস্ট:সোমবার রাখি পূর্ণিমার দিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত_ বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর বি এস এফ ক্যাম্পে গিয়ে কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধাকারিক প্রশান্ত রায় বি এস এফ এর জোয়ানদের হাতে রাখি পরিয়ে দিল সীমান্তের জোয়ানরা ভীষন খুশী হয় বলে বিডিও প্রশান্ত রায় জানান।রাখিবন্ধন অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার
এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য লতা দেবশর্মাও বির এসএফের জোয়ানদের হাতে রাখি পরিয়ে দিলে সীমান্তের জোয়ানরা আপ্লুত হয়ে পরে।চলে মিষ্টিমুখের পালা।রাখিবন্ধন অনুষ্ঠানে রাধীকাপুরের গ্রাম বাসীদের সাথে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীপা সরকার। রাখি উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।