December 5, 2024

ডালিমগাঁও রেল স্টেশনের সামনে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসির উদ্যোগে ছবি দেখিয়ে বাইক চালকদের নিয়ে সচেতনতা শিবির

1 min read

ডালিমগাঁও রেল স্টেশনের সামনে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসির উদ্যোগে ছবি দেখিয়ে বাইক চালকদের নিয়ে সচেতনতা শিবির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ আগস্ট:বাইক চালকদের নিয়ে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশের সচেতনতা শিবির এই প্রথম নয়।কালিয়াগঞ্জ থানার মাধ্যমে এই ধরনের সচেতনতা শিবির বার বার হলেও বাইক চালকরা কে কার কথা শোনে?তবু সরকারের ট্রাফিক পুলিশের ওসির দায়িত্ব তাকে পালন করতেই হবে বাইক চালকরা তাদের দায়িত্ব পালন করুক আর না করুক।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের

 

দালিমগাও রেল স্টেশনের সামনে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশ বিপুল দত্ত তার বক্তব্যে বাইক চালকদের উদ্দেশ্যে বলেন আপনারা যখন বাইকে চাপবেন তখন মাথায় হেলমেটটি পড়বেন নিজের স্বার্থের সাথে পরিবারের স্বার্থের দিকে তাকিয়ে। বিপুল বাবু বলেন বাইকে কোন ভাবে দুর্ঘটনা ঘটলে আপনার বিপদের সাথে সাথে আপনার পরিবারের সবাইকে আপনি কেন বিপদের মধ্যে ফেলবেন? তাই আপনার ভালো আপনাকেই ভাবতে হবে আপনার পরিবারের সবার সুখ শান্তির জন্য।আমরা কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে তাই হেলমেট না পরে বাইক চালালে আপনার মূল্যবান জীবনের কি ভাবে চরম ক্ষতির সম্মুখীন হতে পারে আমরা তার ব্যাখ্যা করে জানালাম আপনাদের ও আপনাদের পরিবারের সবার শান্তির জন্য।অনুষ্ঠানে বাচ্চাদের হাতে কালিয়াগঞ্জ ট্রাফিক ওসির পক্ষ থেকে উপস্থিত সবাইকে খাতা পেন্সিল দেওয়া হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *