December 5, 2024

কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

1 min read

কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ আগস্ট:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথহোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় এক দিনের একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড:পীযূষ কুমার দাস।উপস্থিত ছিলেন ডাঃ পবিত্র গোস্বামী,বিখ্যাত শল্য চিকিৎসক তথা সাধারন সম্পাদক স্টুডেন্ট হেলথ হোম কলকাতা, ডা: বাপ্পাদিত্য চৌধুরী,বিখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ কলকাতা, ডা: অস্মিতা দাস,বিখ্যাত হৃদ রোগ বিশেষজ্ঞ,রায়গঞ্জ, ডা: গৌতম মজুমদার,ফিজিশিয়ান,কালিয়াগঞ্জ,চন্দন নস্কর,সাইকোলজিকাল কাউন্সিলর,কলকাতা,তুষার সরকার,

পলিক্লিনিক কাউন্সিলর, স্বাস্বতী মৈত্র,অভিজ্ঞ নার্স এবং সমর রাহা,সম্পাদক স্টুডেন্ট হেলথ হোম রায়গঞ্জ। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক রঞ্জন মোদক বলেন ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে স্টুডেন্ট হেলথ হোমের অগ্রগতি ঘটে আসলেও সম্প্রতি সরকারি অর্থ সাহায্য বন্ধ হবার ফলে আমাদের খুব কঠিন সংকটের মধ্য দিয়ে দুস্থ ছাত্র ছাত্রীদের পরিবারের দিকে তাকিয়ে ছাত্র ছাত্রীদের সুস্বাস্থ্য রক্ষায় হোমের দায়িত্ব পালন করে চলেছি সবার সহযোগিতা নিয়ে।তিনি বলেন কালিয়াগঞ্জ ব্লকের মোট ১৪ টি স্কুল ও কলেজের ২৩০ জন ছাত্র ছাত্রীরা আজ এই কর্মশালায় উপস্থিত হয়।কলকাতার বিশিষ্ট শল্য চিকিৎসক ডা: পবিত্র গোস্বামী বলেন ছাত্র ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের নজর দেবার সময় এসেছে।ছাত্রছাত্রীরা বর্তমানে মানসিকভাবে তারা অসুস্থ্য হচ্ছে বেশি বেশি করে।মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রতিদিন পড়াশুনার অতিরিক্ত চাপ থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে।বর্তমান ছাত্র সমাজ তথা তাদের অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের মানসিক চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।তিনি বলেন দুনিয়াজুড়ে আর্থ সামাজিক,প্রযুক্তিগত ও গণমাধ্যমের এত পরিবর্তনের মধ্যে আমাদের ছেলেমেয়েরা কেমন আছে আমরা কি তার কোন খোজ খবর রাখি?ছেলেমেয়েরা কি আমাদের চাপের মুখে পরেও কি সব কিছু অভিভাবকদের বলতে পারে?সমাজে প্রচলিত ধারণাগুলি কি তাদের মন খুলে কথা বলতে দেয়?ছাত্র ছাত্রীদের আত্মহত্যা জনিত মৃত্যুর জন্য কে দায়ী সমাজ না আমাদের সমাজের সিস্টেম?এসবের জন্য আমাদের সতর্ক হয়ে আমাদের দায় দায়িত্ব পালন করতে হবে বলে ডাঃ পবিত্র গোস্বামী বলেন।বক্তব্য রাখেন ডাঃ গৌতম মজুমদার, ডা: বাপ্পাদিত্য চৌধুরী,চন্দন নস্কর সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *