December 5, 2024

দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজন”কারার ঐ লৌহ কপাট” প্রদর্শনীর উদ্বোধন

1 min read

দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজন”কারার ঐ লৌহ কপাট” প্রদর্শনীর উদ্বোধন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ আগস্ট:রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা শাসকের কার্যালয়ে দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করতে শুরু করা হয়েছিল একটি প্রদর্শনী। যার নাম দেওয়া হয়েছে “কারার ঐ লৌহ কপাট”।এই প্রদর্শনীর উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা ১৫ ই আগস্ট।

জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন দেশ স্বাধীনের ইতিহাস জানা আজকের ছাত্র ছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপুর্ন বিষয়।আমাদের ছেলেমেয়েরা যত বেশি বেশি করে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জানতে পারবে ততই তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে বলেই তার দৃঢ় বিশ্বাস।এই প্রদর্শনী উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভূমি সংস্কার),রবি আগরওয়াল,অতিরিক্ত জেলা শাসক(সাধারন)হাশিম জেহেরা রিজভি,অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) মানস মণ্ডল এবং রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি।পাঁচদিনের এই প্রদর্শনী শেষ হল সোমবার।প্রতিদিন এই প্রদর্শনী দেখতে প্রচুর মানুষের ভিড় হ্য় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *