December 5, 2024

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় দর্শন এবং আনন্দ মূর্তিজীর অবদান বিষয়ক এক দিনের জাতীয় সেমিনার 

1 min read

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় দর্শন এবং আনন্দ মূর্তিজীর অবদান বিষয়ক এক দিনের জাতীয় সেমিনার

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১ আগস্ট: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ, বৌদ্ধ অধ্যায়ন কেন্দ্র, রেনেসাঁ ইউনিভার্সাল (RU) এবং রেনেসাঁ আর্টিষ্ট এ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন(RAWA) এর সহযোগিতায় “ভারতীয় দর্শন ও সাহিত্যে শ্রী শ্রী আনন্দমূর্ত্তীজির  অবদান” বিষয়ক এক দিনের জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর দীপক কুমার রায়  প্রদীপ জ্বালিয়ে উক্ত সেমিনারের শুভ উদ্বোধন করেন এবং শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।  অধ্যাপক দীপক কুমার রায় আনন্দ মার্গের ধ্যান প্রক্রিয়ার ধারণা তুলে ধরেণ

 

এবং এটিকে বৌদ্ধ ধ্যানের সাথে তুলনা করেন।  তিনি গবেষণা কাজ করার জন্য গবেষণা পণ্ডিত এবং শিক্ষাবিদদের জন্য শ্রী পি আর সরকারের ভাষাগত অবদানের উপর আরও জোর দেন।  স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার।  তিনি অন্যান্য অর্থনীতিবিদদের তুলনায় শ্রী পি আর সরকারের অর্থনৈতিক তত্ত্বের উপর বক্তৃতা দিয়েছেন। কলা, বাণিজ্য ও আইন অনুষদ মাননীয় ডিন প্রফেসর প্রশান্ত কুমার মহলা,  শ্রী শ্রী আনন্দমূর্তিজির দার্শনিক অবদান ব্যাখ্যা করেন এবং ভাষাগত ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অবদানের কথাও তুলে ধরেন।বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর শকুন্তলা গুপ্ত,  বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন।  আচার্য দিব্যচেতানন্দ অবধুত, কেন্দ্রীয় RU ও RAWA সেক্রেটারি মূল বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক তৃপ্তি ধর, ডিরেক্টর, সেন্টার ফর বুদ্ধিষ্ট স্টাডিজ, মাননীয় শ্রী অতনু আঢ্য, সংস্কৃত বিভাগ, রায়গঞ্জ শাখার RU & RAWA সেক্রেটারী  দীপেশ পাল ।  আচার্য দিব্যচেতনানন্দ অবধুত তার মূল বক্তব্যে দর্শন, বিজ্ঞান, নব্য-মানবতাবাদ, প্রভাত সংগীত  এবং অর্থনীতি তত্ত্বে শ্রী শ্রী আনন্দমূর্তিজির অবদান তুলে ধরেন।  প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন অধ্যাপক প্রশান্ত কুমার মহলা।  এই অধিবেশনে প্রফেসর অনিল প্রতাপ গিরি মহাশয়, সংস্কৃত বিভাগ, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের আনন্দ সূত্রমকে ভারতীয় দার্শনিক ঐতিহ্যের সাথে তুলনা করেন। ড. দেবাশীষ বিশ্বাস, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শ্রী পি.আর. সরকারের  প্রগতিশীল উপযোগ তত্ত্ব (প্রাউট)-র উপর বক্তৃতা দেন। ড. সিন্ধু পৌডিয়াল, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, নব্য মানবতাবাদ এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে বক্তৃতা দেন।  প্রফেসর প্রীতি ধর, ডিরেক্টর, সেন্টার ফর বুদ্ধিষ্ট স্টাডিজ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন।   ডঃ সুদীপ চক্রবর্তী, সহকারী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, সিধু কান্হু বিরশা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া সাহিত্যের উপর বক্তৃতা দেন।  ডাঃ আব্দুল ওহাব, অধ্যক্ষ, দেওয়ান আব্দুল গণি কলেজ, বলরামপুর, উত্তর দিনাজপুর বাংলা ভাষার উপভাষায় বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *