October 25, 2024

কংগ্রেস ও বাম শিবিরের নক্ষত্র পতন হতে চলেছে দক্ষিণ দিনাজপুরে

1 min read
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)23শে জুন :-ফুটবল বিশ্বকাপের উত্তাপকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক উত্তাপ l কংগ্রেস ও বাম শিবিরের নক্ষত্র পতন হতে চলেছে lপঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপি শিবিরে যোগদানের ব্যস্ততা তুঙ্গে l গত কয়েকদিন পূর্বে বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকারের নেতৃত্বে ও বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্যের সহ-সভানেত্রী মাফুজা খাতুনের উপস্থিতিতে 2500 লোক বিজেপি তে যোগদান করেছিল কুসু￰মন্ডিতে ,তারপর বিজেপি যুব মোর্চা সভাপতি অভিষেক সেনগুপ্তর নেতৃত্বে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতির উপস্থিতিতে কয়েকশো যুবকের বিজেপি তে যোগদান ,গত 22 শে জুন জেলা শাসককে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে রাহুল সিনহার হাত থেকে বিজেপির দলীয় পতাকা নেন পিন্টু দাসের নেতৃত্বে প্রায় ছয় শত বাম কর্মী l 
এবার গুঞ্জন বিজেপি তে যোগদান করতে চলেছে কংগ্রেস এর জেলা সভাপতি সহ কংগ্রেস এর প্রায় পুরো জেলা নেতৃত্ব ও কর্মীরা l এছাড়াও সদ্য তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ করে কংগ্রেস এ যোগদান কারী ও কংগ্রেস থেকে কুমারগঞ্জ ছয় নং জেলা পরিষদ আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী বিপ্লব মন্ডল l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী বাম শিবিরের একাধিক নেতা কর্মীও বিজেপি শিবিরে যোগদান করতে চলেছেন l নাম উঠে আসছে জিল্লুর রহমান ও সুব্রত বিশ্বাসের মতো দাপুটে নেতাদের l সূত্র মারফত তথ্য অনুযায়ী আগামী 30শে জুন দক্ষিণ দিনাজপুর জেলায় এক রাজনৈতিক ঝড় উঠতে চলেছে l নামপ্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতার বক্তব্য অনুযায়ী রাজ্য জুড়ে যা পরিস্থিতি রাজনীতি সচেতন প্রত্যেকেই তৃণমূল বিরোধী একটি প্ল্যাটফর্ম চাইছে l তাতে cpim,RSP,Congress এমনকি তৃণমূলের বিক্ষুব্ধ   অংশ ও নাগরিক সমাজ একটি প্ল্যাটফর্ম এ দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে তৃণমূলের মোকাবিলায় নামতে চাইছে l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পশ্চিম বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি ছাড়া কারোর পক্ষেই  এই রাজনৈতিক লড়াইয়ের ক্ষমতা নেই l এপ্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান দুর্নীতিগ্রস্ত নয় এমন যে কেও ই বিজেপি তে আসতে পারেন l সকলকেই স্বাগত l তবে এমন কোনো খবর এখনো তার কাছে নেই বলে জানান l কংগ্রেস এর জেলা সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান নি l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 জিল্লুর রহমান এর সাথে যোগাযোগ করে ওঠা যায়নি lশুভেন্দু বাবু আরো জানান –  নীলাঞ্জন (কংগ্রেস সভাপতি,দক্ষিণ দিনাজপুর জেলা )খুব ভালো ছেলে ,উচ্চ শিক্ষিত ,দুর্নীতিগ্রস্ত নয় ;  এমন কেও যদি বিজেপি তে আসে তবে তাদের স্বাগত এবং জিল্লুর বাবু বা সুব্রত বিশ্বাসের মতো লড়াকু নেতারা বিজেপি তে এলে বিজেপি আরো শক্তিশালী হবে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *