October 21, 2024

কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে আরো বেশি বেশি করে দরিদ্র মানুষের কাছে লায়ন্স ক্লাবের পরিষেবা পৌঁছে দেবার আহ্বান

1 min read

কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে আরো বেশি বেশি করে দরিদ্র মানুষের কাছে লায়ন্স ক্লাবের পরিষেবা পৌঁছে দেবার আহ্বান

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১ আগস্ট:বুধবার রাতে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের শপথ গ্রহন অনুষ্ঠানে এসে লায়ন অরুণ মহেশ্বরির আহ্বান দরিদ্রদের জন্য লায়ন্স ক্লাবের পরিষেবা আরো অনেক বেশি বেশি করে দরিদ্রদের কাছে পৌঁছাতে পারলেই লায়ন্স ক্লাবের উদ্যোগ সফল হবে।লায়ন্স হয়ে শুধু সমাজে নাম কামানো সেই লায়নের কোন প্রয়োজন নেই।বুধবার ভিড়ে ঠাসা কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের ৪১ তম বার্ষিক সভায় কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের ২০২৪_২০২৫ এক বছরের জন্য নুতন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করাতে এসে এইকথা বলেন লায়ন অরুণ মহেশ্বরী।কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের ৪১ তম বর্ষের ২০২৪_২০২৫.এক বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হন লায়ন সুখেন্দু সরকার, সম্পাদক পদে নির্বাচিত হন লায়ন জয়ন্ত সাহা এবং ট্রেজারার পদে নির্বাচিত হন লায়ন গৌতম ভদ্র।

কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান লায়ন অরুণ মহেশ্বরি ভি ডি জি (১)৩২২(এইচ)।শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন প্রদীপ কুমার ঘোষ পি ডি জি_ডিস্ট _৩২২(,এইচ).. ।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা লায়ন রাম নিবাস সাহা,লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্নর সুরেস সারাফ,কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়,কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জী,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি লায়ন হিরন্ময় সরকার ও বিজয় কিশান চন্দক,চঞ্চল রায়,পার্থ দে,বিনোদ লোহিয়া ও দেবব্রত কর।অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের বিভিন্ন ধরনের পরিষেবা সমাজের সাধারন মানুষের মধ্যে আরো বেশি বেশি করে ছড়িয়ে দেবার আহ্বান জানান কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জী,কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্ণধার সুদীপ ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *