October 20, 2024

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেহালা বাদক পণ্ডিত ইন্দ্রদীপ ঘোষের একক বেহালা বাদনের সাথে দেবজ্যোতি পান্ডের তবলা বাদনে মন্ত্রমুগ্ধ শ্রোতারা

1 min read

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেহালা বাদক পণ্ডিত ইন্দ্রদীপ ঘোষের একক বেহালা বাদনের সাথে দেবজ্যোতি পান্ডের তবলা বাদনে মন্ত্রমুগ্ধ শ্রোতারা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮ জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় শিল্পী বল্লভ মাহাতোর উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেহালা বাদক পণ্ডিত ইন্দ্রদীপ ঘোষের বেহালা বাদনের একটি অসাধারন শাস্ত্রীয় অনুষ্ঠান।আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেহালা বাদক পণ্ডিত ইন্দ্রদীপ ঘোষ তার বেহালা বাদন অনুষ্ঠানের শুরুতেই বললেন তিনি আজ একটি এমন রাগ বাজাবেন যা সচরাচর শোনা যায়না।সেই রাগটির নাম “রাগ যোগেশ্বরী”।

 

তিনি ব্যাখ্যা করে বলে দেন রাগ বাগেশ্রী এবং যোগ রাগের সমন্বয়েই তৈরি হয় যোগেশ্বরী রাগটি। বেহালা বাদনের অসাধারন পাণ্ডিত্য যে তার মধ্যে আছে তা উপস্থিত শ্রোতাদের মধ্যে উজাড় করে দেওয়ায় শ্রোতারা মন্ত্র মুগ্ধ হয়ে বসে থেকে দেড় ঘটারও বেশি সময় ধরে। বেহালা বাদনের জবাবির উত্তরে বিশিষ্ট তবলা বাদক দেবজ্যোতি পান্ডে তার তবলার বোলের অসাধারন বাগ্মিতায় উপস্থিত দর্শকরা বার বার হাততালি দিয়ে দুই শাস্ত্রীয় সঙ্গীতের দিকপালদের কুর্নিশ জানায় উপস্থিত হল ভর্তি শ্রোতারা।পণ্ডিত ইন্দ্রদীপ ঘোষ পরে দর্শকদের অনুরোধে পাহাড়ি রাগে

বেহালায় ধুন শুনতে চাইলে কোন রকম বিরক্তি বোধ না করে মুহূর্তের মধ্যে পাহাড়ি ধুন শুরু করে দেন। পণ্ডিত ইন্দ্রদীপ ঘোষের অনুষ্ঠানের পূর্বে দূরদর্শন শিল্পী ব্রততী দাস সঙ্গীত পরিবেশন করেন।সঙ্গত করেন অজয় চক্রবর্তী।অনুষ্ঠানে বল্লভ মাহাতোর একক বেহালা বাদন অনুষ্ঠানে তার সাথে সঙ্গত করেন প্রতুল চক্রবর্তী।অনুষ্ঠানে শিলিগুড়ি থেকে আগত বেহালা বাদক পারিজাত ভট্টাচার্য(দূরদর্শন শিল্পী)এবং প্রীতম দেব সরকার বেহালায় যুগলবন্দী অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যায়।সঙ্গতে ছিল রিতম দেবসরকার।শাস্ত্রীয় সঙ্গীতের বেহালা বাদন অনুষ্ঠানে দমদম থেকে আগত শিশু শিল্পী কৌশিক দাস সহ প্রদীপ বিশ্বাস,অভ্র দাস,সৌভাগ্য নন্দী, দেবাপন মণ্ডল এবং রঘুনাথ কর্মকার প্রত্যেকেই আসর জমিয়ে দেয়।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শান্তনু চক্রবর্তী।কালিয়াগঞ্জ শহরে এই ধরনের অনুষ্ঠানের জন্য শিল্পী বল্লভ মাহাতোকে অভিনন্দন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *