October 26, 2024

ডেঙ্গু আক্রান্ত হলেন এক কলেজ ছাত্রী রায়গঞ্জে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সুব্রত সাহা রায়গঞ্জ  বর্ষা শুরু হতেই ডেঙ্গু আক্রান্ত হলেন এক কলেজ ছাত্রী। ডেঙ্গু আক্রান্ত  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হাদিশা বেগমকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। সুপার স্পেশালিটি  হাসপাতালের একটি মেডিকেল টিমের নজরাধীনে চিকিৎসা চলছে ডেঙ্গু আক্রান্ত ছাত্রী হাদিশা বেগমের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা ডেঙ্গু আক্রান্তের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন রোগীনীর চিকিৎসা চলছে। তিনি এখন বিপদ্মুক্ত। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রায়গঞ্জ পুরসভার ঘাড়েই ডেঙ্গু আক্রান্তের ঘটনার জন্য দায়ী করেছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 যদিও রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন পুর এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। ডেঙ্গু আক্রান্তের খবর তার কাছে নেই বলে জানান তিনি।কদিন আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুশমুন্ডি থানার উত্তরপুঞ্জি গ্রামের বাসিন্দা হাদিশা বেগম শরীরে জ্বর নিয়ে ভর্তি হন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তার রক্ত পরীক্ষার পর জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছাত্রী হাদিশা বেগম। তার চিকিৎসা চলছে। আশঙ্কার কোনও কারন নেই বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা
 এদিকে রায়গঞ্জ শহরে ডেঙ্গু আক্রান্তের ঘটনায় রায়গঞ্জ পুরসভার ঘাড়েই একপ্রকার দায় চাপিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা। গত বছর নভেম্বর মাসেই জেলার সবকটি পুরসভা ও ব্লকে জঞ্জাল পরিষ্কার ও মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছিল। রায়গঞ্জ পুরসভার বক্তব্য তারা নিয়মিত এই কাজ করে থাকেন।  তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ডেঙ্গু আক্রান্তের ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় শহরে পয়ঃপ্রণালী পরিষ্কার ও জঞ্জাল সাফাইএর কাজ শুরু করেছে রায়গঞ্জ পুরসভা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *