October 26, 2024

প্রধানমন্ত্রী উজালা গ্যাস সংযোগে অবৈধ ভাবে টাকা নেবার অভিযোগ-

1 min read
তপন চক্রবর্তী––দক্ষিণ দিনাজপু জেলার কুশ মণ্ডিতে প্রধানমন্ত্রী উজালা গ্যাস সংযোগ দিতে গ্রামের গরিব মানুষদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেবার অভিযোগ উঠলো।জানা যায় প্রধান মন্ত্রী উজালা গ্যাস যোজনায় কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে এক শ্রেণীর গ্যাস ডিলাররা গ্রামের হত দরিদ্র মানুষদের কাছ থেকে খুশি মত অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কুশমন্ডি ব্লকের বিজেপি নেতা তাপস চন্দ্র রায় এক সাক্ষাৎকারে জানান তাদের ব্লকের দেহট,রঘুনাথপুর গ্রাম সহ বেশ কিছু গ্রামের মানুষদের কাছ থেকে উজালা গ্যাস সংযোগ দেবার সময় কারো কাছে,৮০০টাকা,কারও কাছে ৭০০টাকা আবার কারো কাছে৬০০টাকা অতিরিক্ত ভাবে  নিচ্ছে।বিজেপি নেতা তাপস রায় বলেন ইতিমধ্যেই তা ধরাও পড়েছে হাতেনাতে। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য গৌতম গোস্বামী বলেন তারা এই অভিযোগ পেয়েই গ্রামে গিয়ে তার প্রমান পেয়ে যায়।বিজয়বাবু বলেন তারা১৩জন গ্রাম বাসী যাদের কাছ থেকে গ্যাসের ডিলাররা অবৈধভাবে টাকা নিয়েছিল সেই টাকা গ্রাম বাসীদের ফেরত দেবার ব্যবস্থা করেছেন বলে জানান। বিজয়বাবু এবং তাপসবাবুর ব্যক্তব্য তাদের কুশমন্ডি ব্লকে আনুমানিক এক হাজারের ও বেশি উজালা গ্যাস গ্রাহকেরা গ্যাস পাবার জন্য মনোনীত হয়েছে।এইভাবে যদি গ্যাস ডিলাররা গ্রামের অশিক্ষিত মানুষদের কাছ থেকে টাকা নেয় তাহলে ইতিমধ্যেই  প্রচুর টাকা অবৈধভাবে নেওয়া হয়েছে বলে তাদের ধারণা।অবিলম্বে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্তের ব্যবস্থা করা হোক বলে কুশম  বি ডি ওকে তারা দাবি জানিয়েছেন বলে জানান।যদিও গ্যাস ডিলারের পক্ষ থেকে বুনিয়াদপুরের জনৈক ম্যানেজার জয়জিত সাহা জানিয়েছেন প্রধানমন্ত্রী উজালা গ্যসের সংযোগ নিতে কোনরকম টাকা পয়সা দিতে হয়না।যদি কেও এভাবে টাকা নিয়ে থাকে তাহলে তারা অন্যায় করেছে বলে জানান। ব্লকের দেহট গ্রামের গ্যাস প্রাপক শান্তি সরকার সহ বেশ কিছু গ্রামবাসী অভিযোগ করেন টাকা  নাদিলে গ্যাসের সংযোগ দেওয়া হবেনা বলেও তাদের হুমকি দেওয়া হচ্ছে।কুশমন্ডির সমষ্টি উন্নয়ন আধিকারিক অমূল্য সরকারকে উজালা গ্যাস নিয়ে অবৈধ লেনদেন হচ্ছে কেন প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান আমার কাছে এই ব্যাপারে কিছু খবর এসেছে।ব্লক প্রশাসনের পক্ষ থেকে তিনি অবিলম্বে খোঁজখবর নেবেন বলে জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *