October 24, 2024

বন্যা আশঙ্কায় আতঙ্কিত উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বাড়িওয়ালঘাট এলাকার বাসিন্দারা

1 min read
সুব্রত সাহা ঃ- উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বাড়িওয়ালঘাট এলাকারবন্যা আশঙ্কায় আতঙ্কিত  বাসিন্দা।এলাকাবাদীদের উদ্যোগে তৈরি একটি বাঁশের সাকো উত্তর দিনাজপুরের সাথে বিহার রাজ্যের যোগাযোগের একমাত্র ভরসা ছিলো । ইটাহার ব্লকের মহানন্দা ও সুই  নদীতে জল বাড়ছে ক্রমশইজেলায় তেমন বৃষ্টি না হলেও। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নড়বড়ে বাশের সাকোটি আর সেই জলের তোরেই ভেঙে গিয়েছে ।তাই বর্তমানে যোগাযোগের রাস্তা একটি মাত্র নৌকা।বিহারের বাসিন্দা মহম্মদ মাসুদ রাজি জানিয়েছেন মাত্র ১০ মিনিটে বিহার থেকে এই রাজ্যে আসা গেলেও বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় সেই দুরুত্ব পার হতেই সময় লাগছে ঘন্টা দুয়েক।প্রয়ীজনীয় কাজে আস্তে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাদের।অপরদিকে স্কুল শিক্ষক শেখ সামিম আখতার জানান,বিহার থেকে ইটাহার ব্লকের খসড়া এলাকায় স্কুলে কর্মসূত্রে যেতে হয়। ক্রমেই জল বাড়তে থাকায় যাতায়াতের চরম সমস্যা হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 অপরদিকে নৌকার মাঝি আখবর আলু জানান,একটি মাত্র ণৌকা থাকায় দুপুরের মানুষদের দীর্ঘক্ষন অপেক্ষা করতে হচ্ছে।এতে করে সময় অপচয়ের পাশাপাশি হয়রানি হতে হচ্ছে সাধারন মানুষদের।দীর্ঘদিন যাবত প্রশাসনকে জানানো হলেও তা পূরন না হওয়ায় হতাশ এলাকাবাসী।বিহারের বাড়িওল,ছঘরা,মথুরাপুর,চাদপাড়া,আবার এই রাজ্যের বাইকপুর, ডামডলিয়া,খসড়া সহ দুই রাজ্যের প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ প্রত্যেকদিন যাতাযাত করত এই সাঁকো দিয়ে।বর্তমানে এই একটি ণৌকা দিয়ে পারাপার বেশ ঝুকিপূর্নও এর মানুষের পক্ষে। এত মধ্যেই বর্ষার আগমনন ঘটেছে।তাই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উটবে বললে আশঙ্কা সাধারন মানুষের। এলাকাবাসীদের কপালে  গত বছরের বন্যা পরিস্থিতি চিন্তার ভাজ ফেলেছে । ফের বন্যার আশঙ্কায় দিন গুনছেন তারা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *