January 12, 2025

দিল্লী ট্রেনের দেখা নাই,সাধারন মানুষ ক্ষুব্ধ,ট্রেন চলার আশ্বাস সাংসদের 

1 min read

দিল্লী ট্রেনের দেখা নাই,সাধারন মানুষ ক্ষুব্ধ,ট্রেন চলার আশ্বাস সাংসদের

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮ জুন:চার মাস পূর্বে রাধিকা পুর _দিল্লী বন্ধ হয়ে থাকা ট্রেনের চালু হবার বিজ্ঞপ্তি জারি হলেও জেলার ট্রেন যাত্রীরা আজ পর্যন্ত সেই ট্রেনের পরিষেবা থেকে বঞ্চিত কোন এক অজ্ঞাত কারনে।লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাবার পরেও উত্তর দিনাজপুর জেলার বহু প্রতীক্ষিত দীর্ঘ দিনের দাবি রাধিকাপুর _দিল্লী গামী বন্ধ হয়ে থাকা ট্রেনটি নিয়ে রেল দপ্তর বিগত কয়েক বছর ধরে উত্তর দিনাজপুর জেলার মানুষদের সাথে লুকোচুরি খেলা শুরু করেছে।দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ করে লোকসভা নির্বাচনের পূর্বে মার্চ মাসে বিবেক কুমার সিনহার স্বাক্ষর সম্বলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয় রাধিকাপুর_ দিল্লী ট্রেনটি চলাচল করার ব্যাপারে সপ্তাহে একদিনের জন্য।

কিন্তূ আশ্চর্যের সাথে লক্ষ করা যাচ্ছে চার মাস দেখতে দেখতে অতিক্রম হয়ে গেলেও রেল দপ্তরের এই নিয়ে নেই কোন হেলদোল না থাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের মধ্যে।যদিও তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার নেতা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য বলেন এটা ভোটের চমক ছাড়া তিনি এই বিজ্ঞপ্তি জারিকে কিছুই বলতে চান না।নিতাই বৈশ্য বলেন গত ২০২০ রাধিকাপুর থেকে দিল্লী যাবার জন্য এই ট্রেনটি লিংক এক্সপ্রেস হিসাবে চালু ছিল।এই ট্রেনের উপর বিশেষ করে এই জেলার পরিযায়ী শ্রমিক রা ভীষন ভাবে নির্ভরশীল ছিল।কিন্তু করোনার কারনে সেটি বন্ধ হয়ে যায়।অপর দিকে কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস বলেন রবিবার তৃতীয় বারের জন্য কেন্দ্রের প্রধান মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি।এতদিন আমরা অপেক্ষা করেছি।আর দিন দশেক অপেক্ষা করতে হবে।রায়গঞ্জের নব নির্বাচিত সাংসদ কার্তিক পাল জানিয়েছেন কয়েকটা দিন যাক তার পরেই রাধিকাপুর_দিল্লী ট্রেনের ব্যাবস্থা অবশ্য অবশ্যই হবে বলে তিনি জানান। কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার এক প্রশ্নের উত্তরে বলেন এখনো কোন খবর নেই।খবর পেলেই জানিয়ে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *