October 27, 2024

হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত ক্যানেল কাটছে বন্যার হাত থেকে বাঁচতে

1 min read


উত্তর দিনাজপুরের
হেমতাবাদ ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছিল
গতবারের বন্যা পরিস্থিতিতে । হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত
কর্তৃপক্ষ
সেই
অতীতকে মনে রেখে চলতি বছরে এলাকায় একটি ক্যানেল কাটার ব্যাপারে উদ্যোগী হয়েছে ।
এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় মহাজমবাড়ি এলাকায় একটি ক্যানেল তৈরির কাজ জোরকদমে
এগিয়ে চলছে। যদিও ওই ক্যানেল কাটার কাজ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের।
তাঁরা বলেন
, ক্যানেলটির
প্রস্থ ও গভীরতা বিজ্ঞানসম্মত হচ্ছে না। ফলে জল আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে।
তাই এব্যাপারে হেমতাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে (বিডিও) তাঁরা লিখিত
অভিযোগ করেছেন। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার
আশ্বাস দিয়েছেন বিডিও সঞ্জয় থাটাল।
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


স্থানীয় সূত্রে
জানা গিয়েছে
, ১৫
লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ক্যানেলটি কুলিক নদীর সাথে সংযোগ রক্ষা করা হবে। এই
ক্যানেল তৈরির কাজ সম্পূর্ণ হলে উপকৃত হবে স্থানীয় মহাজমবাড়ি
, কাশেমপুর, দেহুচি, কান্তর
সহ বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ। তবে সবচেয়ে উপকৃত হবে এলাকার
কৃষিজীবী মানুষ। বর্ষাকালে এলাকায় জল বাড়লেই অতিরিক্ত জল ওই ক্যানেলের মাধ্যমে
নদীর জলে গিয়ে মিশবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 পাশাপাশি চাষিরা জলসেচেরও ব্যবস্থা করে নিতে পারবেন এই
ক্যানেলটি জল ব্যবহারের মাধ্যমে। যদিও এই ক্যানেলের খনন কাজ নিয়ে অভিযোগ করেছেন
স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ
, ক্যানেলটির গভীরতা ও প্রস্থ পর্যাপ্ত নয়। সেকারণে
বন্যার সময় অতিরিক্ত জল এই ক্যানেল দিয়ে সহজে অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রে
অসুবিধা হবে। তাই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে
ইতিমধ্যেই তাঁরা বিডিও

দ্বারস্থ হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আরও বলেন
, গত বছরের বন্যায় বিঘার পর বিঘা ফসল জলের তলায় চলে
গিয়েছিল। পাশাপাশি প্রচুর বাড়িঘর ক্ষতির মুখে পড়ে। তাই সেকথা মাথায় রেখে
পঞ্চায়েতের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এটি তৈরি
হচ্ছে না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




এব্যাপারে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস
প্রধান ফাতেমা খাতুন বলেন
, ক্যানেল
নির্মাণের কাজ এখনও চলছে। স্থানীয় বাসিন্দারা ভুল বুঝে অযথা উদ্বিগ্ন হচ্ছেন।
ক্যানেল নির্মাণের কাজ ঠিকমতোই করা হবে। আমরা চাই গ্রামের মানুষ এই কাজে স্থানীয়
প্রশাসনকে পুরোপুরি সহযোগিতা করুক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *