রায়গঞ্জে সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা
1 min read
তপন চক্রবর্তী-শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো সিনিয়র স্টেট রার্ঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা। পুরুষ সিঙ্গলসে রিন্টপ দাশগুপ্ত ময়ূখ ঘোষকে ২০-১০,২১-১১তে হারিয়ে ফাইনালে জয়ী হয। মহিলা সিঙ্গলসে উৎসব পালিত নিশা ব্যানার্জিকে ২১-৭ ও ২১-১৩ তে হারিয়ে জয়ের মুখ দেখে। পুরুষ ডাবলসে অরূপ বৈদ্য ও তীর্থঙ্কর নাগ আশুতোষ তেওয়ারি ও কৌশিক পালকে ২১-১৭ ও ২১-১৩ হারিয়ে জয়ী হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবং মিক্সড ডাবলসে কৌশিক পাল ও অনুরজ দাস অনুপ বৈদ্য ও মনিদিপা দে কে ,২১-১৪ ও ২১-১৮ তে হারিয়ে খেতাব পায়।- রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশান অনুমোদিত ২০ জেলার ব্যাডমিন্টন সংস্থা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত ২৭ জুন থেকে রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশান পরিচালিত এবং উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয় রায়গঞ্জ শহরের বন্দর ইনডোর স্টেডিযামে।ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পরার মতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন আস্যোসিয়েশনের সম্পাদক নির্মল ঘোষ জানান কৃতি খেলোয়াড়দের পুরষ্কৃত করেন উত্তরবঙ্গ ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য অসীম ঘোষ ও রায়গঞ্জ পৌরসভার উপপৌরপিতা অরিন্দম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});