উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল লিগে ১–০গোলে জয়ী রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে মঙ্গলবার রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা ১–০গোলে ছোট পাড়ুয়া আদিবাসী সংঘকে হারিয়ে দেয়।জয় সূচক গোলটি করে রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশার দুখু সোরেন।উত্তর দিনাজপুর ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান আগামী কাল বুধবারের ফুটবল খেলায় অংশগ্রহণ করবে রায়গঞ্জ বীর নগর স্পোর্টিং ক্লাবএমপি বনাম ডি এস এ ফুটবল কোচিং ক্যাম্প।