October 26, 2024

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বেকার যুবক যুবতীদের আলোর দিশা দেখাছে রায়গঞ্জে

1 min read

তন্ময় চক্রবত্তী উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার প্রশিক্ষন পেয়ে হতাশা গ্রস্থ জীবন থেকে বেরিয়ে আলোর দিশা দেখছে বেকার যুবক যুবতীরাহ্যা শুধু
মাত্র স্বপ্ন
দেখলেই হবে
না স্বপ্ন
কে বাস্তব
রুপ দিতে
গেলে লাগে
আদম্য ইছা
তবে কখনো
কখনো আদম্য
ইছা থাকলেও
সঠিক পরিকল্পনা
সুযোগের অভাবে
অনেক যুবক
যুবতী হতাশায়
ভেঙ্গে পড়ে
পড়াশুনা শিখেও
তাই প্রথাগত
শিক্ষার বাইরে
বেড়িয়ে কৌশলগত
শিক্ষার দ্বারা
আজ দেশের
বহু যুবক
যুবতি নিজের
পায়ে দাডিয়ে
কিছু না
কিছু করছে


আজ থেকে
কিছু বছর
আগেও বহু
বেকার শিক্ষিত
যুবতীর সঠিক
ভাবে কোন
সুযোগ না
পাওয়ায় জন্য
তাদের জীবনের
যে অন্ধকার
জীবন নেমে
আসত আজ
প্রথাগত শিক্ষার
বাইরে বেডিয়ে
এসে কৌশলগত
শিক্ষায় শিক্ষিত
হয়ে সেই
সব যুবক
যুবতীরা জীবনে
আলো দেখা
দিয়েছে

এমনন
এক
দেশ জুরে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদীর নেতৃত্রে কেন্দ্রীয়
সরকারের উদ্দ্যেগে শুরু
হয়েছে বেকার
যুবক যুবতীর
প্রথাগত শিক্ষার
এসে কৌশল
গত শিক্ষায়
শিক্ষিত করে
তোলার জন্য
প্রধানমন্ত্রী কৌশল
বিকাশ যোজনার
অভিনব এক
প্রশিক্ষন যা
ইতিমধ্যে ব্যাপক
সারা ফেলে
দিয়েছে যুবক
যুবতির মধ্যে
সারা দেশের
সঙ্গে তাল
মিলিয়ে পিছিয়ে
নেই উত্তর
দিনাজপুর জেলাও
অসীম  মজুমদার  [ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার
রায়গঞ্জ এর সেন্টার  ঈণচাজ ]
 

জেলার রায়গঞ্জে শুরু
হয়েছে গত
বছর এপ্রিল মাস
থেকে প্রধানমন্ত্রী কৌশল
বিকাশ যোজনার
মাধ্যেমে অভিনব
এক প্রশিক্ষন চলছে
যেখানে দেখা
গেল যুবক
যুবতীর মধ্যে
ব্যাপক উৎসাহ 

প্রায়
.১৩০০ জণ যুবক
যুবতীরদের মধ্যে
কাউকে দেখা
গেল ট্রেলারিং,  কম্পিউটারের হাড
ওয়ার এর
প্রশিক্ষণ নিতে
কেউবা আবার
রুপচচা,
কলসেন্টার আবার
কেউকে দেখা
গেল নাসিং
এর ট্রেনিং
নিতে যে
সমস্ত যুবক
যুবতীরা স্পপ্নেও ভাবতে
পারত না
যে তারা
একদিন ভারত
সরকারের উদ্যেগে
এই সব
প্রশিক্ষন নিবে
একবারে বিনা
মূল্যেআর তাদের
স্পপ্ন সাথক
করে তুলেছেন
ভাররের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী
এমন
কি ইতিমধ্যে রায়গঞ্জ
এই প্রশিক্ষন শিবির
থেকে প্রশিক্ষন নিয়ে
ইতিমধ্যে ৭৩৯ যুবক
যুবতীর রাজ্যের
বিভিন্ন জায়গায়
চাকরি
করছে এদিকে প্রধানমন্ত্রী কৌশল
বিকাশ যোজনার রায়গঞ্জ এর সেন্টার  ঈণচাজ অসীম 
মজুমদার
 বলেন , ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর
নেতৃত্রে কেন্দ্রীয় সরকারের
উদ্দ্যেগে কৌশল
বিকাশ যোজনার
মাধ্যেমে যে ভাবে প্রশিক্ষন  চলছে তাতে বহু যুবক যুবতীরা
জীবনে আলো
দেখতে শুরু  করেছে
।তিনি বলেন  তাদের  সেন্টার থেকে ইতিমধ্যে বহু
যুবক যুবতীরা
প্রশিক্ষন নিয়ে আজ 
বিভিন্ন নামিদামি
জায়গায় চাকরি
করছে
কনিস্কা
ঝা চক্রবত্তী
  [ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার
রায়গঞ্জ এর সেন্টার  কাউন্সিলার   ]
প্রধানমন্ত্রী কৌশল
বিকাশ যোজনার রায়গঞ্জ এর সেন্টার  কাউন্সিলার  কনিস্কা ঝা চক্রবত্তী বলেন , উত্তর দিনাজপুর
জেলায় রায়গঞ্জ
প্রধানমন্ত্রী কৌশল
বিকাশ যোজনার
প্রশিক্ষন পেয়ে
ইতিমধ্যে হতাশা গ্রস্থ
জীবন থেকে
বেরিয়ে আলোর   দিশা
দেখছে আথিক ভাবে পিছিয়ে পরা বেকার
যুবক যুবতীরাঅন্যদিকে যারা প্রশিক্ষন নিছেন সেই সমস্ত বেকার যুবক
যুবতীরা বলেন তারা একদিন শুধু
মাত্র স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাদ সাজছিল আথিক সছলতা। 
কিন্তু আজ সেই বাধা দূর করে  দিয়েছে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নেতৃত্রে কেন্দ্রীয় সরকারের
উদ্দ্যেগ। আজ আর তারা হতাশ নয়। হতাশা গ্রস্থ
জীবন থেকে
বেরিয়ে আলোর
দিশা দেখছেণ তারা।এখান থেকে প্রশিক্ষন পেয়ে তারা ভীষণ খুশি ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

    


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *