October 27, 2024

বুনিয়াদপুরে রেলের ওয়াগান কারখানা না হওয়ায় বালুরঘাট-একলাখি রেল উন্নয়ন কমিটি বড়সড় আন্দোলনের পথে-

1 min read
তপন চক্রবর্তী– সাবেক রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একটি রেলের ওয়াগান কারখানা নির্মাণের জন্য ঘোষণা করলেও আজ অবধি সেই কারখানার কাজ বিষবাও জলে।দক্ষিণ দিনাজপুরের শিল্পবিহীন এলাকার মানুষ সেই দিন আনন্দে আত্মহারা হয়েছিল এই ভেবে যে এই এলাকার অসংখ্য বেকার যুবকেরা এই কারখানার মাধ্যমে তাদের কাজের সন্ধান মিলবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিন্তু সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের সাংসদ মাননীয়া অর্পিতা ঘোষের কাছে রেল দপ্তর থেকে নাকি জানিয়ে দেওয়া হয় বুনিয়াদপুরে প্রস্তাবিত রেল ওয়াগান কারখানা সেখানে হচ্ছেনা।এই সংবাদ জানাজানি হতেই বালুরঘাট-একলাখি রেল উন্নয়ন কমিটি এর তীব্র প্রতিবাদ জানায়।বালুরঘাট–একলাখি রেল উন্নয়ন কমিটির সম্পাদক পীযুষ দেব শুক্রবার এক সাক্ষাৎকারে জানান মোদি সরকার রেলের সমস্ত রকম উন্নয়ন মূলক কাজ পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের সব প্ৰ কল্পের কাজ বন্ধ করে রেখেছে। শুধু বুনিয়াদপুরে রেল ওয়াগান কারখানা নয়,দীর্ঘদিন ধরে বালুরঘাট-হিলি, বুনিয়াদপুর–কালিয়াগঞ্জ ও হরিরামপুর-রায়গঞ্জ রেল প্রকল্পের কাজ বন্ধ করে রাখায় এই সমস্ত এলাকার অধিকাংশ মানুষ মোদি সরকারের কাজকর্মে ভীষণ ক্ষুব্ধ।পীযুষ দেব বলেন ভারতবর্ষ মানেই শুধু গুজরাট,চেন্নাই, কর্ণাটক,তামিলনাড়ু নয়।মোদি সরকার কেন্দ্রে আসার পর থেকে বেশির ভাগ রেল প্রকলগুলি দক্ষিণ ভারত কেন্দ্রিক করা হচ্ছে।পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গ রাজ্য।এই রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার রেল প্রকল্পের অর্থ মঞ্জুর হওয়া স্বত্বেও রেল প্রকলগুলি মুখ থুবড়ে পরে আছে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আগামী লোকসভ নির্বাচনের পূর্বে এই এলাকার রেল প্রকল্পের কাজে রেল দপ্তর যদি হাত না দেয় তাহলে আসন্ন লোকসভা নির্বাচনে এর প্রভাব কি হতে পারে তা  বিজেপি হারে হারে বুঝতে পারবে বলেও সাধারণ মানুষ মনে করে।এব্যাপারে বালুরঘাট-একলাখি রেল উন্নয়ন কমিটির সম্পাদক পীযুষ দেব বলেন অবিলম্বে যদি রেল দপ্তর বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ ও বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য জমি হস্তান্তরের নোটিফিকেশন জারি করে রেলের অর্ধসমাপ্ত কাজ শুরু না  করে তাহলে আগামী আগস্ট মাস থেকে রেল উন্নয়ন কমিটি সারা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রেল দপ্তরের বিরুদ্ধে তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে পীযুস বাবু জানান।বালুরঘাট-একলাখি রেল উন্নয়ন কমিটির সম্পাদক পীযুষ বাবু বলেন মোদি সরকার যদি মনে করে থাকে পশ্চিমবঙ্গে তৃণমূল দলকে জব্দ করার জন্য   এই এলাকার কোন রেল প্রকল্প রূপায়ন করা  হবেনা তা হলে তিনি বড়সড় ভুল করবেন।অপরদিকে এই এলাকার মানুষ মনে করে মোদি সরকারের রেল দপ্তর উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার রেল প্রকল্পের অর্ধ সমাপ্ত  কাজ গুলি যদি অবিলম্বে শুরু করে দিয়ে সাধারণ মানুষদের রেল পরিষেবা দেবার জন্য সচেষ্ট হতে পারে তাহলে তার একটা ভালো প্রভাব আসন্ন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পড়বে বলে মনে করে।জানা যায় বালুরঘাট-হিলি এবং বুনিয়াদপুর –কালিয়াগঞ্জ রেল প্রকল্পের কাজ শেষ হলে দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের প্রান্তিক এলাকা হিলি থেকে গাড়িতে চেপে ভায়া কালিয়াগঞ্জ হয়ে রেল যাত্রীরা উত্তরপুর্ব সীমান্তের গৌহাটি হয়ে ত্রিপুরা যেতে সময় ও অর্থ দুটোই কম লাগতো।কিন্তু রেল দপ্তরের অবহেল ও তার সাথে  রাজনিটি যুক্ত হয়ে দীর্ঘ দিনের এই প্রকল্প দুটি আজও  অবহেলা ও অনাদরে  পরেপরে মার খেলেও রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে কোন কথা নেই কোন এক অজ্ঞাত কারণে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *