বাংলায় এনআরসি কোনভাবেই করতে দেবনা শেষ রক্তবিন্দু থাকতে। বাংলায় এর আগেও আমরা আটকেছি, এবারও আটকাবো_মমতা
1 min readবাংলায় এনআরসি কোনভাবেই করতে দেবনা শেষ রক্তবিন্দু থাকতে। বাংলায় এর আগেও আমরা আটকেছি, এবারও আটকাবো_মমতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ জানুয়ারী:বাংলায় এন আর সি কোন ভাবেই করতে দেবনা আমার শরীরে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত তিনি বলেন বিজেপি ভোট এলেই এন এর সীর কথা বলে।ভোট চলে গেলেই ওদের এন এর সি উধাও হয়ে যায়। মঙ্গলবার উত্তর দিল দিনাজপুর জেলার রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এদিন বলেন এই রাজ্যের চরম সংকটের মধ্যেও তারা সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা দিয়ে আসছেন প্রতিনিয়ত। তিনি এদিন চরম হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী এক তারিখ অব্দি তিনি অপেক্ষা করবেন। তারপর কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারকে বঞ্চনার প্রতিবাদে আবারো আন্দোলনে নামবেন।
। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন তারা সব সময় চান সাধারণ মানুষ যাতে ভালো থাকেন। আমরা মানুষকে ভালো রেখেছি কিন্তু কেন্দ্র সরকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত বঞ্চনা করে চলছে। ভোট এলেই বিজেপি দল নানান রকম ভাবে মানুষকে প্রলোভন দেখান কখনো রেশনের চাল নিয়ে কখনো বা আবার ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবার প্রলোভন দিয়ে।
কিন্তু ভোট প্রেরণের সঙ্গে সঙ্গে সবকিছু তাদের উধাও হয়ে যায়।আজকে মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে ৪৮ টি প্রকল্পের শুভউদ্বোধন ও ৫৬ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল তার তালিকা।তিনি বলেন সব মিলিয়ে আজ উত্তরদিনাজপুর জেলার জন্য চারশো কোটি টাকার প্রকল্পের কাজ হয়ছে এবং হবে বলে জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী,মন্ত্রী সত্যজিৎ বর্মন,অরূপ রায়,
ইসলামপুরের প্রবীণ তৃণমূল বিধায়ক করিম চৌধুরী,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন,কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান রামনিবাস সাহা,রায়গঞ্জ পৌর সভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তৃণমূলের জেলার চেয়ারম্যান শচীন সিংহ রায় করণদিঘির বিধায়ক গৌতম পাল,
চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আফরিন আজাদ জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ অনেকে।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেলা দুটোর সময় রায়গঞ্জের কর্ণজোরায় হেলিপ্যাড মাঠে নেমে সেখান থেকে গাড়িতে করে রায়গঞ্জের পঞ্চাননবর্মা মোড়ে নেমে সেখান থেকে পেয়ে হেঁটে রায়গঞ্জ স্টেডিয়াম মাঠের অনুষ্ঠানে এসে উপস্থিত হন।মমতা বন্দোপাধ্যায়ের সাথে ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক করিম চৌধুরীর সৌজন্য মূলক কথাবার্তা হয় বলে করিম চৌধুরী জানান।