January 11, 2025

নজমুনাট্য নিকেতনে উৎসাহ উদ্দীপনায় শেষ হল নিবেদিতা একাডেমীর ১১ তম বার্ষিক সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্ঠান

1 min read

নজমুনাট্য নিকেতনে উৎসাহ উদ্দীপনায় শেষ হল নিবেদিতা একাডেমীর ১১ তম বার্ষিক সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্ঠান

শুভ আচার্য্য,কালিয়াগঞ্জ,২৮ জানুয়ারী:শনিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সন্ধ্যায় শুরু হয় কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমীর ১১ তম বার্ষিক সাংস্কৃতিক ও ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নিবেদিতা একাডেমীর প্রাক্তন অধ্যক্ষা তথা কালিয়াগঞ্জ গিন্নীদেবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সরস্বতী তামাং এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক তথা সঙ্গীত শিল্পী ও আকাশবানীর গীতিকার তপন চক্রবর্তী।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির যৌথ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়।নিবেদিতা একাডেমীর ১১তম বার্ষিক অনুষ্ঠানে ১০ জন ছাত্র ছাত্রীকে নিবেদিতা একাডেমীর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি সরস্বতী তামাং তার ভাষণে বলেন আমি এক সময় নিবেদিতা একাডেমীর দায়িত্ব পালন করেছি তাই আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হবার জন্য আমি গর্ব বোধ করছি।তিনি বলেন এই একাডেমীর কর্নধার তথা ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন দাস তিনি প্রচারের আলোয় না এসেও যে ভাবে এই নিবেদিতা একাডেমীর জন্য পরিশ্রম করে এই একাডেমীকে প্রতিষ্ঠিত করেছেন তা এককথায় অভাবনীয়।

তিনি বলেন আগামীতে নিবেদিতা একাডেমী আরো অনেক বড় হবে বলেই তার বিশ্বাস। বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক তথা সঙ্গীতশিল্পী ও আকাশবানীর গীতিকার তপন চক্রবর্তী বলেন আমরা এটাই জানতাম ইংরেজি মাধ্যমের বিদ্যালয় মানেই সেখানে গরীব ঘরের ছেলেমেয়েদের স্থান হয়না।

সেটা যে ভুল ধারনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমী ইংরেজি স্কুলের কর্তপক্ষ দেখিয়ে দিয়েছে।এই ইংরেজী বিদ্যালয় নিবেদিতা একাডেমী এই এলাকার প্রচুর গরীব ছাত্র ছাত্রীরা বিনা পয়সায় পড়াশোনার সুযোগ করে দিয়ে বর্তমানে তাদের প্রতিষ্ঠিত করতে সম্পূর্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যার সম্পূর্ন কৃতিত্ব প্রচার বিমুখ প্রসূন দাস ও তার পরিবার।

 

দুঃস্থ পরিবারের ছেলে মেয়েরাও যদি পড়াশোনার ইচ্ছা থাকে তাহলে তাদের জন্য আছে নিবেদিতা একাডেমী।আমি এই একাডেমীর কর্নধার দের কুর্নিশ জানাই।অনুষ্ঠানে নিবেদিতা একাডেমীর ছাত্র ছাত্রীরা যেমন অযোধ্যার রামরাজ্যকে কেন্দ্র করে একটি নাটক উপস্থিত হল ভর্তি দর্শক মণ্ডলীদের উপহার দিয়েছে ঠিক তেমনি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নাটক সম্পর্কিত সঙ্গীত পরিবেশন করেও উপস্থিত দর্শক মণ্ডলীদের প্রশংসা অর্জন করে। ঐ দিন নজমু নাট্য নিকেতন ছিল কানায় কানায় ভর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *